জেলহত্যা দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা
  2018-11-03 19:29:42  cri
৩ নভেম্বর শোকাবহ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী ও এএইচ কামরুজ্জামানকে।

বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি স্মরণ করছে জাতীয় চার নেতাকে। দিনের কর্মসূচি হিসেবে শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে বনানী কবরস্থানে ফুল দিয়ে নেতাদের প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিকালে রাজধানীতে জেলহত্যা দিবসের আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040