কফি হাউসের আড্ডা: বিদেশে দেশের মিল খুঁজে পাই-দু'জন ভারতীয় ছাত্রীর চীনে সাংস্কৃতিক ভ্রমণের অনুভূতি
সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের কফি হাউসের আড্ডা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দু'জন ছাত্রী শুভান্বীতা সাঁই এবং রিয়া সোমানী চীন সফর করেন। চীনাভবন থেকে চার বছর চীনা ভাষা ও সংস্কৃতি শেখার পর চীনা সংস্কৃতি ও চীনা মানুষের জীবনযাপন সংক্রান্ত আরো গভীরভাবে জানার জন্য তারা চীনে এক মাস সময় কেটেছে। তারা পেইচিংয়ে কেমন সময় কেটেছে? কি কি নতুন অভিজ্ঞতা হলো? এসব জানতে চাইলে শুনুন আজকের অনুষ্ঠান।
1 2