সুরের ধারায়--পিতামাতা
  2018-11-01 13:17:37  cri



বাবা ও মা আমাদের জীবনে সবচেয়ে কাছের মানুষ। তাদের মাধ্যমেই আমরা এই পৃথিবীতে আসি, নিজেদের জীবন শুরু করি। প্রত্যেকের জীবনে তারা সবসময় একটি গুরুত্বপূর্ণ ও বিশেষ অবস্থানে থাকে। প্রত্যেক মানুষের মনেই বাবা-মাকে নিয়ে অনেক কথা থাকে, আপনি কি সেসব কথা বলেতে পেরেছেন? আজকের অনুষ্ঠানে আমরা বাবা-মাকে নিয়ে তৈরি কিছু গান উপভোগ করবো। গানের মাধ্যমে মনের কথা ও অনুভূতি প্রকাশ করব।

ছোটবেলায় আমরা বেশিরভাগ সময়ই বাবা-মায়ের সঙ্গে থাকি। কিন্তু যখন তাদের ছেড়ে দূরে কোথাও যেতে হয়, তখন তাদের ভীষণ মিস করি সবাই। দূরে গেলে যেন তাদের প্রতি সন্তানের ভালোবাসা আরও পরিপূর্ণ হয়ে ওঠে! বন্ধুরা, আপনারা যদি দূরে থাকেন এবং বাবা-মাকে মিস করেন, তাহলে চিঠি বা ফোনে, তাদেরকে সে-কথা জানাতে ভুলবেন-না কিন্তু!  বন্ধুরা, এখন শুনুন চীনা গান 'এক পরিবারের চিঠি'।

অধিকাংশ লোকের বাবা-মা খুব সাধারণ মানুষ। তারা সাধারণ কাজ করে, সাধারণভাবে জীবনযাপন করে, সাধারণভাবে আপনাকে লালন-পালন করে। হয়তো আপনার চোখে তাদের ছোটখাটো বিভিন্ন সমস্যা ধরা পড়ে, তাইনা! আসলে তা বিশেষ কিছু নয়। তবে এমন সাধারণ মানুষের ভালোবাসা ও সন্তানের জন্য তাদের কাজ কিন্তু অসাধারণ! চীনা গায়ক লি রং হাও 'বাবা ও মা' এই গানের কথায় লিখেছেন, যখন জীবনের কঠিন দিক জানা যায়, তখন বোঝা যায়, সাধারণ বাবা-মা আসলে কত অসাধারণ! এমন সাধারণের জন্য প্রশংসা ও কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বন্ধুরা, এখন চীনা গান 'বাবা ও মা' শুনবো।

যখন একদিন আমরা উপলব্ধি করি বাবা-মায়ের গুরুত্ব, বুঝতে পারি তাদের কষ্ট, ততদিন তারা অনেক বৃদ্ধ হয়ে যান। আপনি হয়তো আফসোস করেন, কেন ছোটবেলায় তাদের এত কষ্ট দিতেন, কেন তাদের বুঝতে পারেননি আরো আগেই! যদি জীবন আবার শুরু করা যায়, তখন নিশ্চয়ই আপনি মায়ের কথা শুনতেন, তাইনা বন্ধুরা!

 

মনে হয়, সবারই এমন হয়। হঠাত্ বাবা-মায়ের সাদা চুল বা বলিরেখা দেখে, হঠাৎই যেন আবিষ্কৃত হয়ে যে, তারা বৃদ্ধ হয়ে গেছে! তখন দীর্ঘশ্বাস বের হয়... সময় কত দ্রুত পার হয়ে যায়! চীনা গান 'সময় কোথায় গিয়েছে'-তে এমন অনুভূতি প্রকাশ করা হয়েছে। গানের সুন্দর সুর ও কথায় অনেকের মনে একই অনুভূতি সৃষ্টি হয়েছে।

পরের যে গান আমরা শুনবো তা হচ্ছে চীনা গায়ক মাও পু ই'র গান 'ই হুন ই সু'। মনোমুগ্ধকর এই গানে তিনি তার মৃত মায়ের কথা স্মরণ করেছেন। পিতামাতা আমাদের সঙ্গে সারা জীবন কাটাতে পারে না, তারা একদিন মারা যাবেন- এটি অসামান্য দুঃখের ব্যাপার।

মাও পু ই এই গানে লিখেছেন, তাদের মৃত্যু হলেও তারা আমাদের সঙ্গেই থাকেন; তাদের ভালোবাসা আমাদের মনে থেকে যায়। তারা সঙ্গে থাকেন বলেই জীবন চলার পথে তারা সবসময় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি।

এবারের গানের নাম 'বাবার কবিতা', গেয়েছেন চীনের গায়িকা শিয়ু ফেই। গানের কথা হচ্ছে তার বাবার কবিতা, কবিতায় লেখা হয়েছে জীবনের ছোটখাটো ব্যাপার। অনেক বছর পার হয়েছে। এটি শুধু একটি কবিতা নয়, বরং বাবার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতি। আপনার বাবা মায়ের সঙ্গে সবচেয়ে স্মরণীয় স্মৃতি কোনটি?

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে একসঙ্গে চীনের খুব জনপ্রিয় একটি গান- 'পিতা' শুনবো, গেয়েছেন চীনের সংগীত দল চপস্টিক্স ব্রাদার্স (chopsticks brothers)। আশা করি, সবাই গানের কথার মতো নিজের পিতামাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাবেন এবং একসঙ্গে থাকার সময়কে গুরুত্ব দেবেন।

(তুহিনা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040