'সুন্দর চেহারা'
  2018-10-30 11:07:36  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের বিখ্যাত কন্ঠশিল্পী সুই সুং-এর পরিচয় করিয়ে দেবো এবং তার কয়েকটি সুন্দর গান আপনাদের শোনাবো। অনুষ্ঠানের শুরুতে আপনাদের শোনাবো তার গান 'সুন্দর চেহারা'। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুই সুং-এর ইংরেজী নাম vae। ১৯৮৬ সালের ১৪ মে তিনি চীনের আনহুই প্রদেশের হ্যফেই শহরে জন্মগ্রহণ করেন। তার কন্ঠ খুব সুন্দর, এছাড়া তিনি খুব ভালো গান রচনা করতেও পারেন। ২০০৬ সালে তিনি ওয়েবসাইটে নিজের রচনা এবং গাওয়া গান পোস্ট করতে শুরু করেন, তখন থেকে লোকজন আস্তে আস্তে তার নাম জানতে শুরু করে। এখন শুনুন তার গান 'তোমার সৌন্দর্য আমাকে অবাক করেছে' নাম একটি গান।প্রিয় বন্ধুরা, সুই সুং খুব চমত্কার একজন গীতিকার। কিন্তু আপনারা কি জানেন, বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু সঙ্গীত বিষয়ে পড়েন নি, বরং তিনি চিকিত্সা বিষয়ে লেখাপড়া করেন। সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার কারণেই তিনি গান গাওয়া এবং সঙ্গীত রচনা শিখেন। যখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তখন থেকে তিনি ওয়েসবাইটে নিজের রচনা গান পোস্ট শুরু করেন। এখন আমরা শুনবো তার গান 'অর্ধেক শহরেই ধূয়া'। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, ২০০৬ সালে চীনের একটি মোবাইল কোম্পানি সুই সং-এর সঙ্গে সহযোগিতা করে 'পিংক চিঠি' নামে একটি গান প্রকাশ করে। ২০০৮ সালের জুলাই মাসে তিনি চীনের খুব বিখ্যাত এবং জনপ্রিয় এক নেটগেমের জন্য থিমসং রচনা করেন। এখন আমরা শুনবো সুই সং-এর কন্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম 'জটিল মন'।

শ্রোতাবন্ধুরা, ২০০৯ সালের ১০ জানুয়ারি, সুই সং-এর প্রথম অ্যালবাম 'নিজেই সংজ্ঞায়িত করা' রিলিজ হয়। সুই সং এই অ্যালবামের প্রায় সব কাজে অংশ নেন। আর এই অ্যালবামের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত মহলে প্রবেশ করেন। এখন শুনুন তার গান 'ভাঙা সেতুতে তুষার'। 

প্রিয় শ্রোতাবন্ধুরা, ২০১০ সালের ৬ জানুয়ারি, সুই সং-এর দ্বিতীয় অ্যালবাম 'কুয়াসা খোঁজা' প্রকাশিত হয়। এই অ্যালবামের অন্যতম একটি গান 'ছাই রং' সেই বছরের বার্ষিক দশটি শ্রেষ্ঠ গানের পুরস্কার জিতে নেয়। আচ্ছা, এখন আমরা একসাথে উপভোগ করি সুই সুং-এর আরেকটি সুন্দর গান, গানের নাম 'বেশি ব্যাখ্যা'। প্রিয় শ্রোতাবন্ধুরা, ২০১১ সালে সুই সং নতুন একটি সঙ্গীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং একই বছরে তার নতুন একটি অ্যালবাম 'সক্রেটিস' বাজারে আসে। এই অ্যালবাম আগের অ্যালবামের চেয়ে আরো জনপ্রিয় হয়ে ওঠে। মোট বিক্রি হয়েছে ৩ লাখেরও বেশি কপি। আচ্ছা, এখন শুনুন সুই সং-এর কন্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম 'ভুল শুনেছি'। সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব বিখ্যাত এবং জনপ্রিয় কন্ঠশিল্পী সুই সং-এর পরিচয় দিয়েছি এবং তার গাওয়া কয়েকটি মনমুগ্ধকর গান শুনিয়েছি। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি মিষ্টি গান, গানের নাম 'ছাই রং', আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। 

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040