প্রথম চীন আন্তর্জাতিক আমদানি মেলা আগামী ৫ থেকে ১০ নভেম্বর শাংহাইয়ে অনুষ্ঠিত হবে। চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র হেলিকপ্টার ফটোগ্রাফ দল আজ থেকে আকাশ থেকে আপনাদের চীনের শাংহাই শহর দেখাবে। আমরা একসাথে এই উন্মুক্ত এবং প্রাণচঞ্চল শহর উপভোগ করবো, ক্যামেরার মাধ্যমে বৈশিষ্ট্যময় শাংহাই দেখবো। (শুয়েই/টুটুল)