শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসা প্রধানমন্ত্রী পদে নিযুক্ত
  2018-10-30 10:52:43  cri

অক্টোবর ৩০: শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসা গতকাল (সোমবার) কলম্বোয় প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।

শপথগ্রহণের পর নতুন প্রধানমন্ত্রী রাজাপাকসা অর্থনীতি উন্নয়ন নতুন সরকারের প্রধান লক্ষ্য বলে ঘোষণা দেন।

শ্রীলংকার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা গত ২৬ তারিখে হঠাত করে রানিল বিক্রমাসিংহকে প্রধানমন্ত্রীর পদ থেকে ভারমুক্ত করেন এবং রাজাপাকসাকে সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। অবশ্য বিক্রমাসিংহে পদত্যাগের কথা প্রত্যাখ্যান করেন এবং কেবল সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে কোনো প্রধানমন্ত্রীকে ভারমুক্ত করা যায় বলে আখ্যায়িত করেন।

এর জবাবে ২৭ তারিখে প্রেসিডেন্ট সিরিসেনা সংসদ ১১ নভেম্বর পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন। যদিও সংসদের স্পিকার কারু জয়াসুরিয়া এর বিরোধিতা করেন।

বিশ্লেষকরা মনে করেন সংসদ স্থগিত থাকার ফলে বিক্রমাসিংহে সংসদ সদস্যদের সমর্থন পাবেন না এবং এর ফলে সংসদ সদস্যদের মধ্যে যারা তাকে সমর্থন করে তাদের মতামতও পরিবর্তন হতে পারে।

বিক্রমাসিংহে গতকাল (সোমবার) একটি সাংবাদিক সম্মেলনে নিজেকে এখনো দেশের প্রধানমন্ত্রী বলে জোর দিয়ে বলেন এবং সংসদ অধিবেশন তাড়াতাড়ি আয়োজনের আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, সংসদে তিনিই অধিকাংশ সদস্যদের সমর্থন পাবেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, সংসদের ২২৫জন সদস্যের মধ্যে ১২৬জন স্পিকারের কাছে দেওয়া এক আবেদনপত্রে তাড়াতাড়ি সংসদ অধিবেশন আয়োজনের জন্য স্বাক্ষর করে।

(স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040