সুরের ধারা: আর হু সঙ্গীত 'ছুন মেং' ইত্যাদ
  2018-10-29 13:36:07  cri


সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারা' অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আপনাদেরকে চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র 'আর হু'-এর কথা জানাবো। এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

'আর হু' হচ্ছে চীনের বিখ্যাত তার টানার একটি বাদ্যযন্ত্র। খৃষ্টীয় সপ্তম থেকে দশম শতাব্দীর মধ্যে চীনের থাং রাজবংশের আমলে এটির জন্ম হয়। এসময় উত্তর- পশ্চিম চীনের সংখ্যালঘু জাতিগুলোর মধ্যে তার প্রচলন ছিল। এক হাজারেরও বেশি বছরের ইতিহাসে 'আর হু' বরাবরই অপেরার জন্যে একটি সহযোগী বাদ্যযন্ত্র।

'আর হু'র গঠন খুবই সহজ। কাঠের তৈরি একটি সরু দণ্ড , ৮০ সেন্টিমিটার লম্বা। দণ্ডে লাগানো রয়েছে দুটো তার। দণ্ডের নীচে বসানো রয়েছে পেয়ালা আকারের ক্যানিস্টার। আর আছে ঘোড়ার লেজ দিয়ে তৈরি ধনুক। 'আর হু' বাজানোর সময় শিল্পীদের বসতে হয়। তারা বাম হাত দিয়ে 'আর হু' ধরেন এবং ডান হাত দিয়ে ধনুক ধরেন। 'আর হু'র সুরের ক্ষেত্র ৩টি অষ্টক ধ্বনীতে উন্নীত হতে পারে। 'আর হুর' আওয়াজের প্রচুর প্রকাশ-শক্তি রয়েছে। এটির সুর মানুষের আওয়াজের কাছাকাছি বলে 'আর হু' ইতোমধ্যেই গান করার এক রকম বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে। এই কারণে কেউ কেউ এটিকে 'চীনের বেহালা' বলে অভিহিত করেন। যেহেতু 'আর হুর' আওয়াজ একটু বেদনাময়, সেহেতু তা দিয়ে গভীর ভাবানুভূতি প্রকাশ করা হয় ।

১৯৪৯ সালের পর 'আর হুর' নির্মাণ,সংস্কার আর বাজানোর কলাকৌশল বিকাশ লাভ করে। 'আর হু' একদিকে যেমন এককভাবে বাজানো যায়, অন্যদিকে আবার নাচ,গান,সংগীত,অপেরা আর কথাশিল্পের বাজনার জন্য সহযোগী হিসেবে ব্যবহার করা যায়। চীনের জাতীয় তার টানার বাদ্যযন্ত্র দলে 'আর হু' হচ্ছে একটি প্রধান বাদ্যযন্ত্র । এটির ভূমিকা অনেকটা পশ্চিমা বাদ্যযন্ত্র দলের বেহালার মত।

'আর হুর' নির্মাণ সহজ এবং দামও সস্তা। তাছাড়া, সহজে শেখা যায়, আর সুর সুন্দর বলে চীনাদের কাছে তা ব্যাপক সমাদৃত। 'আর হু' হচ্ছে চীনা জনগণের খুবই জনপ্রিয় একটি বাদ্যযন্ত্র ।

বন্ধুরা, তাহলে প্রথমেই শুনুন, 'আ হু' সুর 'ছুন মেং'।

'খাং তিং ছিং ক্য' চীনের সিছুয়ান প্রদেশের খাং তিং অঞ্চলের একটি লোক সঙ্গীত। স্থানীয় ছেলেমেয়েরা এ গানের মাধ্যমে পরস্পরের কাছে প্রেম বা ভালবাসা প্রকাশ করে। শুনুন সুরটি।

'আর ছুয়ান ইং ইয়ুয়ে' হল চীনের লোকশিল্পী হুয়া ইয়ান বিংয়ের রচনা। তার আরেক নাম 'অন্ধ আবিং'। অন্ধ এ লোকশিল্পীর কষ্টকর অভিজ্ঞতা এবং জীবনের প্রতি ভীষণ ভালবাসা এ সুরের মাধ্যমে প্রকাশ পায় । শুনুন সুরটি।

প্রিয় শ্রোতা, চীনের 'আর হু' পাশ্চাত্যের বেহালার মতোই। তাই চীনের 'আর হু' শিল্পী বিয়ান লিউ নিয়ান 'আর হু' দিয়ে বাহের রচনা বেহালা সুরে বাজিয়েছেন। শুনুন 'বাহ এ মাইনার বেহালা সুরটি'।

শুনুন আর হু সুর 'হুয়া চিয়ে'।

শুনুন শিন চিয়াংয়ের লোকসঙ্গীত 'থু লু ফান ত্য কু নিয়াং'।

শুনুন 'শি কুয়াং ফেই শি' সুরটি।

শুনুন 'মিয়ান শা মেং জু নি ত্য মেই লি' সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের এ সময়ের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। (স্বর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040