কলম্বোতে গুলিবর্ষণে একজন নিহত ও দু'জন আহত
  2018-10-29 11:26:46  cri
অক্টোবর ২৯: গতকাল (রোববার) শ্রীলংকার রাজধানী কলম্বোতে সিলন পেট্রোলিয়াম কর্পোরেশনে গুলিবর্ষণে একজন নিহত এবং দু'জন আহত হয়েছে। দেশটির পুলিশ এদিন এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, এদিন বিকালে শ্রীলংকার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ও বর্তমান জ্বালানীমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা কর্পোরেশনে প্রবেশ করার সময় বিক্ষোভ চলছিল, তখন রানাতুঙ্গার দেহরক্ষীর গুলিতে একজন নিহত এবং দু'জন আহত হয়।

এরপর রানাতুঙ্গা বলেন, বিক্ষোভের কারণ তদন্ত করা হচ্ছে। গুলি চালানোর কারণে দেহরক্ষীকেও গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, সেদেশের প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিসেনা গত মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করেন। কিন্তু বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন না। সংসদে ভোটদানের মাধ্যমে প্রধানমন্ত্রী পরিবর্তনের কথা বলেন তিনি।

এদিকে, সংসদের স্পিকার কারু জয়সুরিয়া একই দিন বিভিন্ন পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। (ছাই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040