'আমি সত্যি তোমাকে ভালবাসি'
  2018-10-29 11:24:29  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি প্রথমে আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী চাং ইউ'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাঁর আসল নাম চাং বো সিয়াং। তিনি ১৯৬৭ সালের ৩০ এপ্রিল তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি ফেং চাই বিশ্ববিদ্যালয়ের ব্যাংক বীমা বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি ছোটবেলা থেকে পিয়ানো ও গিটার শিক্ষা শুরু করেন। তিনি একজন কন্ঠশিল্পী, সংগীত-প্রযোজক, উপস্থাপিকা ও অভিনেতা। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে 'আমি সত্যি তোমাকে ভালবাসি' নামের গান। গানটি আসলে কন্ঠশিল্পী চাং সিন চে'র গান। চাং ইউ একটি সংগীত প্রতিযোগিতায় এটি গেয়েছেন। আশা করি, বন্ধুরা চাং ইউ'র কন্ঠে গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং ইউ'র কন্ঠে 'আমি সত্যি তোমাকে ভালবাসি' নামের গান। তিনি ছাত্রাবস্থায় রেস্তোরাঁয় গান গাইতেন। ১৯৯২ সালে তিনি আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৩ সালের পয়লা এপ্রিল তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের নভেম্বরে তাঁর প্রকাশিত একক অ্যালবাম অনেক পুরস্কার লাভ করে। ১৯৯৫ সালে প্রকাশিত তাঁর একটি অ্যালবাম তাইওয়ানের গোল্ডেন সংগীত তালিকায় প্রথম স্থানে ছিল। ১৯৯৮ সালে তাঁর প্রকাশিত অ্যালবাম তাইওয়ানে ৮ লাখ কপি বিক্রি হয়। ১৯৯৯ সালে প্রকাশিত তাঁর একটা অ্যালবাম চীনের মূল ভূভাগে জনপ্রিয় হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আজীবনের জন্য আমি তোমার হাত ধরি' নামের গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং ইউ'র কন্ঠে 'আজীবনের জন্য আমি তোমার হাত ধরি' নামের গান। ২০০৪ সাল থেকে চাং ইউ উপস্থাপকের কাজ শুরু করেন। তাঁর উপস্থাপনার অনুষ্ঠান সে বছরের ৩৯তম গোল্ডেন বেল শ্রেষ্ঠ টেলিভিশন অনুষ্ঠানের পুরস্কার লাভ করে। তিনি দশ বছর বয়সে পিয়ানো বাজানো শিক্ষা শুরু করেন। জুনিয়ার মধ্য-বিদ্যালয়ের ছাত্র থাকাকলে তিনি প্রথম সংগীত রচনা করেন এবং অন্য তিনজন সহকর্মী নিয়ে ব্যান্ড গড়ে তোলেন। ২০ বছর বয়সে অর্থাত্ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে তিনি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং বিভিন্ন রেস্তোরাঁয় গান পরিবেশনা শুরু করেন। এখন আমি আপনাদরকে তাঁর কন্ঠে 'বৃষ্টি পড়ছেই পড়ছে' নামের গান। গানটি ১৯৯৯ সালে রিলিজ হয় এবং চাং ইউ'র দশম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। আশা করি, বন্ধুরা, গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন চাং ইউ'র কন্ঠে কয়েকটি গান। এখন আমি আপনাদেরকে চীনের একজন নারী কন্ঠশিল্পী কং ইউয়ে'র সঙ্গে পরিচয় করাবো। তিনি ১৯৮৩ সালের ১৫ অক্টোবরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বুদ্ধ সংগীত কন্ঠশিল্পী। ২০১২ সালে তিনি প্রথম বুদ্ধ সংগীত অ্যালবাম প্রকাশ করেন। তাঁর বুদ্ধ সংগীতে পপ সংগীতের শৈলী মিশে আছে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁর গান চীনে খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অর্ধেক চাঁদ উপরে উঠেছে' নামের গান শোনাবো। গানটি চীনের সিনচিয়াংয়ের উইগুর জাতির লোকসংগীত। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কং ইউয়ে'র কন্ঠে 'অর্ধেক চাঁদ উপরে উঠেছে' নামের গান। ২০১৬ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। তিনি বুদ্ধ সংগীত দিয়ে সারা বিশ্বে পরিচিতি লাভ করেন। এ পর্যন্ত তিনি মোট ১০টি অ্যালবাম প্রকাশ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'বেইজিং আপনাকে স্বাগত জানায়' নামের গান শোনাবো। গানটি ২০০৮ সালে বেইজিং অলিম্পিক গেমসের থিম সং। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন কং ইউয়ে'র কন্ঠে 'বেইজিং আপনাকে স্বাগত জানায়' নামের গান। যেখানে চীনা মানুষ আছে, সেখানে কং ইউয়ে'র সংগীত শোনা যায়। কিন্তু তিনি কখনো অনুষ্ঠান বা প্রতিযোগিতায় অংশ নেন না। তিনি অন্য দু'টি মেয়ের সঙ্গে 'কচুরিপানা' নামের একটি ব্যান্ড গড়ে তোলেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ইয়াংচি নদীর পানি পূর্ব দিকে বয়ে চলেছে' নামের গান। এটি একটি টিভি সিরিজের থিম সং। চলুন, আমরা গানটি শুনবো।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040