সিরিয়ার সাংবিধানিক কমিটি গঠনের কাজ সুশৃঙ্খলভাবে করতে হবে: চীন
  2018-10-27 18:18:19  cri
অক্টোবর ২৭: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি মা চাও সু গতকাল (শুক্রবার) নিরাপত্তা পরিষদে বলেন, সিরিয়ার সাংবিধানিক কমিটি গঠনের কাজ সুশৃঙ্খলভাবে শেষ করতে হবে।

তিনি বলেন, সিরীয় জনগণ নিজেদের প্রচেষ্টা ও আন্তর্জাতিক সমাজের সহায়তায় দেশের পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। রাজনৈতিক উপায়ে সিরীয় সমস্যার সমাধানের প্রক্রিয়াও জোরদার হয়েছে। সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এবং সাংবিধানিক কমিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্টেফান ডি মিস্তুরাকে দামেস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছে সিরীয় সরকার। ওদিকে, মস্কোয় অনুষ্ঠিত হয়েছে রাশিয়া-তুরস্ক-ইরান বৈঠক। এই বৈঠক সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় ইতিবাচক সংকেত পাঠিয়েছে, চীন যার প্রশংসা করে।

চীনা প্রতিনিধি আরও বলেন, এতদঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে চীন আগ্রহী। (হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040