আইআরবিএম থেকে যুক্তরাষ্ট্র সরে গেলে সামরিক অস্ত্র প্রতিযোগিতা আবার শুরু হতে পারে: রাশিয়া
  2018-10-26 16:25:59  cri

অক্টোবর ২৬: যুক্তরাষ্ট্র 'মধ্যপাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র চুক্তি' বা আইআরবিএম থেকে সরে গেলে ভিন্ন অঞ্চলের মধ্যে সামরিক অস্ত্র প্রতিযোগিতা আবার শুরু হতে পারে বলে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। গতকাল (বৃহস্পতিবার) মস্কোতে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে তিনি এ-কথা জানান তিনি।

রুশ মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র আইআরবিএম থেকে সরে গেলে আন্তর্জাতিক নিরাপত্তা ও কৌশলগত স্থিতিশীলতায় খুব নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং এতে অনেক অঞ্চলে নতুন করে সামরিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে অর্থ, তারা রাশিয়ার সঙ্গে সমতার ভিত্তিতে আলোচনা করতে চায় না এবং তাদের নিজের সামরিক প্রাধান্য বজায় রাখতে চায়। রাশিয়ার বিরুদ্ধে আইআরবিএম লঙ্ঘনের অভিযোগ সত্য নয় এবং গ্রহণযোগ্য নয়। তা ছাড়া, এ অভিযোগের সমর্থনে কোনো প্রমাণও দিতে পারেনি যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২০ অক্টোবর রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘকাল ধরে আইআরবিএম লঙ্ঘনের অভিযোগ তুলে এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। গত ২৪ তারিখে রুশ প্রেসিডেন্ট পুতিন পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040