চতুর্থ 'আরব আর্টস ফেস্টিভালের' সমাপনী অনুষ্ঠানে অভিনন্দনবাণী পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
  2018-10-26 14:24:30  cri

অক্টোবর ২৬: চতুর্থ 'আরব আর্টস ফেস্টিভাল' গতকাল (বৃহস্পতিবার) চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে শেষ হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এতে অভিনন্দনবাণী পাঠিয়েছেন।

বাণীতে প্রেসিডেন্ট সি বলেন, চীন ও আরব অঞ্চল ইতিহাসের দু'টি উজ্জ্বল সভ্যতার দেশ। 'আরব আর্টস ফেস্টিভাল' আয়োজন দু'দেশের সমঝোতা উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আরব অঞ্চলের সঙ্গে সভ্যতা বিনিময় ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে চায় চীন। একসঙ্গে চীন-আরব অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন করা হবে; যাতে মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠায় অবদান রাখা যায়।

গত জুলাই মাসে চীন-আরব সহযোগিতামূলক ফোরামের অষ্টম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঘোষণা অনুযায়ী এবার চীন ও আরব অঞ্চলের যৌথ 'আরব আর্টস ফেস্টিভাল' আনুষ্ঠানিকভাবে চালু হয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040