ইয়াং চিয়ে ছি'র সঙ্গে সাক্ষাত্ করেছেন স্প্যানিশ শিল্প, বাণিজ্য ও পর্যটনমন্ত্রী
  2018-10-26 14:22:55  cri
অক্টোবর ২৬: চীনের কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, চীনের পররাষ্ট্র-বিষয়ক কমিটির কার্যালয়ের পরিচালক ইয়াং চিয়ে ছি গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে স্পেনের শিল্প, বাণিজ্য ও পর্যটনমন্ত্রী রেইস মারোতো ইল্লেরার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

গত বছর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রাজা ফিলিপের সাক্ষাতের কথা উল্লেখ করে ইয়াং বলেন, তাঁদের মধ্যে ব্যাপক মতৈক্য হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য তাঁরা দিক-নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন ক্ষেত্রে বিনিময় আরো ঘনিষ্ঠ করতে একমত হয়েছে দু'পক্ষ। 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও স্পেনের উন্নয়ন-কৌশলকে যুক্ত করা, অবকাঠামো, বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

মারোতো চীনের উন্মুক্তকরণের উচ্চ পর্যায়ের প্রশংসা করেন। চীনের আন্তর্জাতিক আমদানি মেলায় অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। মন্ত্রী আশা করেন, দু'দেশ বিভিন্ন ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা করবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040