বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনের গণ-নিরাপত্তামন্ত্রীর সাক্ষাত্
  2018-10-26 10:46:30  cri
অক্টোবর ২৬: গতকাল (বৃহস্পতিবার) ঢাকা সফররত চীনের গণ-নিরাপত্তামন্ত্রী চাও খ্য চি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

চাও খ্য চি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পক্ষ থেকে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট সি'র বাংলাদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কে উন্নীত করেছে এবং দ্বিপাক্ষিক মৈত্রীর নতুন অধ্যায় উন্মোচন করেছে। চীন বাংলাদেশের সঙ্গে দু'নেতার গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করবে এবং যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ চালু করে সন্ত্রাসদমন ও সাইবার অপরাধসহ বিভিন্ন খাতের সহযোগিতা গভীরতর করবে; যাতে দু'দেশের জনকল্যাণ হয়।

প্রধানমন্ত্রী হাসিনা প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংকে তাঁর আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে বলেন, চীনের সফল উন্নয়নের ভূয়সী প্রশংসা করে তাঁর দেশ এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীনের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করে আইন প্রণয়ন ও নিরাপত্তা সহযোগিতা গভীরতর করার আশা করেন তিনি; যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনে এগিয়ে যায়।

এ সফরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও সাক্ষাত্ করেন চাও খ্য চি।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040