বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2018-10-25 18:50:24  cri
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় এলে বিমান বাহিনীকে সুসজ্জিত ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স ও বেশকিছু স্থাপনার উদ্বোধন করে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়- এ নীতিতে বিশ্বাসী বাংলাদেশ। তবে যে কোনো বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে দক্ষ করে গড়ে তোলা হবে। আবার ক্ষমতায় এলে ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বিমান বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। ত্রাণকাজে বিমান বাহিনীর সহযোগিতার কথা উল্লেখ করে তাদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এর আগে বিমান সেনাদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, এয়ারপাস্ট পরিদর্শন ও সালাম গ্রহন করেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040