বারাক ওবামা ও হিলারি ক্লিনটনকে পাঠানো সন্দেহজনক প্যাকেজ ঠেকিয়ে দিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস
  2018-10-25 16:02:13  cri

অক্টোবর ২৫: গত মঙ্গলবার রাতে ও বুধবার ভোরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে পাঠানো সন্দেহজনক প্যাকেজ ঠেকিয়ে দেওয়া হয়েছে। বুধবার প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস।

ঘোষণায় বলা হয়, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করার সময় দু'টি সন্দেহজনক প্যাকেজ পায় তারা। এরপর তাত্ক্ষনিক বিস্ফোরক পদার্থ মোকাবিলা কার্যক্রম চালানো হয়। কে প্যাকেজ পাঠিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

হোয়াইট হাউসের তথ্যসচিব সারাহ সান্ডার্স এক বিবৃতিতে এ ঘটনাকে 'সন্ত্রাসী হামলা' বলে নিন্দা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে প্রায়শই প্যাকেজ ও মেইলের মাধ্যমে হামলা চালানোর ঘটনা ঘটে। গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো মেইলে এমন আলামত পাওয়া যায়।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040