'প্রথম জাতিসংঘ বিশ্ব ভৌগোলিক তথ্য সম্মেলন' নভেম্বর মাসে চ্যচিয়াংয়ে অনুষ্ঠিত হবে
  2018-10-25 14:04:10  cri

অক্টোবর ২৫: 'প্রথম জাতিসংঘ বিশ্ব ভৌগোলিক তথ্য সম্মেলন' আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত চ্যচিয়াং প্রদেশের তেছিং জেলায় অনুষ্ঠিত হবে। এটি জাতিসংঘের উদ্যোগে বৃহত্তম ও সর্বোচ্চ পর্যায়ের ভৌগোলিক তথ্য সম্মেলন।

এ সম্মেলনের প্রতিপাদ্য- 'একসঙ্গে স্পেস ব্লুপ্রিন্ট আঁকা ও সুন্দর বিশ্ব তৈরি করা'। সম্মেলনের লক্ষ্য- ভৌগোলিক তথ্য ব্যবস্থাপনার যোগাযোগ, অনুধাবন, জ্ঞান ও আবেদন উন্নত করা। যাতে একসঙ্গে আঞ্চলিক, জাতীয় ও বৈশ্বিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

এবার সম্মেলনে একটি মন্ত্রী পর্যায়ের সংলাপ এবং চারটি থিম সম্মেলন আয়োজিত হবে।

তা ছাড়া, বৈশ্বিক ভৌগোলিক তথ্য শাসনব্যবস্থা উন্নত করার বিষয়ে আলোচনা হবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040