'ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়ার্ল্ড' পোস্টার প্রকাশিত
2018-10-24 14:14:32 cri
অক্টোবর ২৪: 'হ্যারি পটার' সিরিজের লেখক জেই. কে. রোলিং রচিত 'ফ্যান্টাস্টিক বিস্টস: দ্য ক্রাইমস অব গ্রিন্ডেলওয়াল্ড'-এর পোস্টার সম্প্রতি প্রকাশিত হয়েছে। জাদুর জগতে আবার অন্ধকার ছায়া পড়েছে। জরুরি অবস্থায় নতুন মিশন নিয়ে আবার যাত্রা শুরু করেছে নিউট।