দক্ষিণ কোরিয়ায় 'সেপ্টেম্বর পিংইয়ং ঘোষণা' গৃহীত হয়েছে
  2018-10-24 14:06:35  cri

অক্টোবর ২৪: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন গতকাল (মঙ্গলবার) 'সেপ্টেম্বর পিংইয়ং ঘোষণা' ও সংশ্লিষ্ট সামরিক চুক্তির অনুমোদন দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট-ভবন ছেং ওয়া দায় এ খবর জানিয়েছে। কার্যক্রম অনুযায়ী, ঘোষণাটি দক্ষিণ কোরিয়ার সরকারি ইস্তাহারে প্রকাশিত হবে এবং দু'পক্ষের দলিলপত্র বিনিময় করার পর সামরিক চুক্তি প্রকাশিত হবে।

ঘোষণাটি দেশটির কংগ্রেসের অনুমোদন পায়নি। তাই প্রেসিডেন্টের অনুমোদন নিয়ে বিরোধীদলের তুমুল বিরোধিতার মুখে পড়ে। প্রেসিডেন্ট-ভবন আইন বিভাগের উদ্ধৃতি দিয়ে জানায়, সংশ্লিষ্ট নিয়মকানুন অনুযায়ী প্রেসিডেন্ট এ ঘোষণার অনুমোদন দিতে পারেন। তাদের মতে, ঘোষণাটি গত এপ্রিল মাসে উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্বাক্ষরিত 'পানমুনজম ঘোষণা' বাস্তবায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। আর তা বর্তমান কার্যক্রম অনুযায়ী কংগ্রেসে আলোচনা করা হচ্ছে। কিন্তু, কংগ্রেসের অনুমোদন জরুরি নয়।

মুন জায়ে-ইন এবং কিম জং উন গত ১৯ সেপ্টেম্বর পিংইয়ংয়ে যৌথভাবে ঘোষণাটি স্বাক্ষর করেন। কোরীয় উপদ্বীপকে পরমাণুমুক্ত প্রক্রিয়া, দু'পক্ষের বিনিময় ও সহযোগিতা জোরদার এবং কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি বাস্তবায়নের বিষয়ে দু'পক্ষ একমত হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040