'লৌহ শামুক'
  2018-10-23 20:04:34  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদের শোনাবো খুব সুন্দর একটি গান। গানটির নাম 'তুমি দেখবে'। ব্যান্ডদল Tizzy bac–এর গান এটি। (১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'ছাই'। এ গানটিও Tizzy bac ব্যান্ডদলের। বন্ধুরা, এই সঙ্গীত ব্যান্ড চীনের তাইওয়ানের। ব্যান্ডটি গঠিত হয় ১৯৯৯ সালে। ব্যান্ডটি প্রধানত রক সঙ্গীত রচনা করে। আচ্ছা, এখন শুনুন গানটি। (২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'লৌহ শামুক' নামের একটি গান। গানটিও সঙ্গীত ব্যান্ড Tizzy bac-এর। বন্ধুরা, Tizzy bac-এর সদস্য-সংখ্যা ৫ জন। তাদের যৌথ চেষ্টায় অনেক সুন্দর গান রচনা করা হয়েছে। এখন শুনুন তাদের গান 'লৌহ শামুক'। (৩)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম 'একা ঘুমাতে চাই না'। এটি সঙ্গীত ব্যান্ড Tizzy bac-এর গান । গানের কথাগুলো এমন: মুহূর্তেই তোমাকে ভালোবেসেছি/ তোমাকে দেখেই আমি নিজেকে হারিয়েছি/ তোমার প্রতিশ্রুতি আমার কাছে যেন হীরার মতোই মূল্যবান। আচ্ছা, আমরা একসাথে শুনবো এই মিষ্টি প্রেমের গান। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'গ্রীষ্মকাল' নামের একটি গান। বন্ধুরা, গানের কথাগুলো এমন: আমি যে-কথা বলতে পারিনা, তাকে বৃষ্টিতে মিশিয়ে দিই/ আমার মনকে এই বৃষ্টিতে লুকিয়ে রাখি/ আমি তোমাকে আরও অনেককিছুই বলতে পারি না/ এভাবেই ভালো, আর অপেক্ষা করব না। এখন শুনুন 'গ্রীষ্মকাল' নামে একটি গান। (৫)

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন খুব মধুর একটি প্রেমের গান, গানের নাম 'ব্যথা'। বন্ধুরা, সঙ্গে থাকা, কথায় খুব সহজ। কিন্তু তা বাস্তবায়ন সত্যিই অনেক কঠিন। সঙ্গে থাকা মানে প্রতিশ্রুতি, মানে দৃঢ়তা! আপনার কি মনে হয়? (৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'দ্বীপ ভ্রমণ'। গানের কণ্ঠশিল্পী সুং পাও বেই। গানের কথা এমন: সূর্যালোক গান গাইছে/তোমার চোখ জ্বলজ্বল করছে সূর্যালোকে/উঁচু উঁচু ভবনও রঙিন হয়ে উঠেছে/ও বন্ধু, মন খারাপ কোরো না/বেশি দুঃখ থাকলেও, সূর্যালোক আমার সঙ্গেই থাকবে...। আচ্ছা, এখন শুনুন সুন্দর এ-গানটি। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম 'সহজ'। গানের কণ্ঠশিল্পী সুং পাও বেই। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040