কু জেং সুর: 'সি শিয়াং চি' ইত্যাদি
  2018-10-22 13:32:11  cri


সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারা' অনুষ্ঠান। আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কু জেং-এর কথা জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের কু জেং-এর ৮টি সুর শোনাবো। প্রথমটা হল 'সি শিয়াং চি'।

'সি শিয়াং চি' সুরটি কুয়াং তুং অঞ্চলের খুব বিখ্যাত একটি কু জেং সুর। এ সুরটি কুয়াং তুং প্রদেশের খ্য চিয়া জাতি'র বৈশিষ্ট্যময় কু জেং সুর। এ সুর ধীর লয়ের এবং খুব সুন্দর; মনে হয় কেউ ধীরেসুস্থে একটি গল্প বলছে। শুনুন সুরটি।

'ইয়ু চৌ ছাং ওয়ান' চীনের হ্য নান প্রদেশের একটি বিখ্যাত সুর। এ সুরে সূর্যাস্তের সময় সূর্য্যের আলো সুনীল নদীর ঢেউয়ের ওপরে উজ্জ্বল বর্ণচ্ছটার দৃশ্য বর্ণনা করা হয়েছে। জেলেরা দিনের কাজ শেষ করে তাদের ছোট নৌকার ওপরে বসে নদীর মৃদু বাতাস উপভোগ করছেন---এমন একটা দৃশ্যও ফুটে ওঠে এ সুরে। বিংশ শতাব্দীর ত্রিশের দশকে এ সুর চীনে জনপ্রিয় হয়ে ওঠে। শুনুন সুরটি।

এখন শুনুন 'সাই ওয়াই ত্য উ তাও নুই রেন' সুরটি।

'ফিং হু ছিউ ইয়ুয়ে' চীনের কুয়াং তুং অঞ্চলের একটি সুর। এ সুরে দক্ষিণ চীনের সুন্দর প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা করা হয়েছে। এ সুরে গ্রীষ্মের রাতে নদীর পানিতে পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়ার দৃশ্য ফুটে উঠেছে। তাহলে শুনুন এই করুণ সুরটি।

'কুয়াং লিং সান' প্রাচীনকালের একটি কুং ছিন সুর। এ সুর বিখ্যাত হয়েছে ইতিহাসের একজন বিখ্যাত শিল্পী চি খাং-এর কারণে। চি খাং খুব প্রতিভাবান মানুষ, সঙ্গীত সম্পর্কে তিনি অনেক প্রবন্ধ লিখেছেন। এবং তিনি খুব উদাসীন মানুষ। তত্কালীন সমাজের দুর্নীতি ও প্রাসাদ ষড়যন্ত্র নিয়ে তিনি অনেক নিন্দাসূচক প্রবন্ধও লিখেছেন। এ কারণে তখনকার প্রভাবশালী লোকজন তাকে খুব অপছন্দ করতো। মিথ্যা অভিযোগ এনে তাকে মৃত্যদণ্ডও দেওয়া হয়েছিল। মৃত্যর আগে তিনি নিজেই কু জেংতে এ কঠিন সুর বাজিয়েছিলেন। আসুন, সুরটি শুনি।

'জান থাই ফেং' ১৯৬৫ সালে রচিত হয়। চীনের একজন সুরকার ঘূর্ণিঝড়ের সাথে মানুষের যুদ্ধ করার দৃশ্য দেখে এ সুর রচনা করেন। শুনুন, সুরটি।

এখন শুনুন 'মেং শিয়া কু' সুরটি।

'মো ইয়ু' হল চীনের একটি অনলাইন গেমসের থিম সাং। শুনুন সুরটি।

সুপ্রিয় শ্রোতা, আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আশা করি সুরগুলো আপনাদের ভাল লেগেছে। ভাল থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040