ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে
  2018-10-20 16:36:55  cri

অক্টোবর ২০: ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অমৃতসরে দশেরার অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়ার সময় চলন্ত ট্রেনের নীচে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে। আজ (শনিবার) পাঞ্জাব রাজ্যের কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেছেন, আরো ৭০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। তিনি এই দুর্ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আজ (শনিবার) রাজ্যে এক দিনব্যাপী শোক পালন হয়। এই সময় সব সরকারি কার্যালয় এবং শিক্ষা সংস্থা বন্ধ রাখা হয়।

স্থানীয় সরকার প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং প্রত্যেক নিহতের পরিবারের জন্য আরো ২ লাখ রুপি ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।

পাঞ্জাবের উত্তর রেলের জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় দুর্ঘটনাটি ঘটে অমৃতসর এবং মানেওয়ালার মাঝখানে ২৭ নম্বর গেটের সামনে। অমৃতসর শহরের জোরা ফটকের কাছে দশেরা উৎসবে রাবণের কুশপুত্তলিকা জ্বালানোর সময়েই দুর্ঘটনা ঘটে। রেললাইনের ধারে দাঁড়িয়ে যখন বহু মানুষ দশেরা উৎসব দেখছিলেন, সেই সময়েই ট্রেন সেখানে এসে পড়ে। কুশপুত্তলিকায় আগুন দেওয়ার সময় মাইকে ঘোষণা করা হয়, দর্শকরা যেন পিছন দিকে সরে যায়। সেই কথা মতো মানুষ পিছনের একটা রেললাইনের ওপরে চলে গিয়েছিল, তখনই সেখান দিয়ে একটি দ্রুতগামী ট্রেন চলে যায়। ট্রেনের ধাক্কায় বহু মানুষ এদিক ওদিক ছিটকে পড়ে।

একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রচুর বাজি ফোটানোর শব্দ হচ্ছিলো, ফলে ট্রেন আসার শব্দ মানুষ শুনতে পায়নি। (ফেইফেই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040