কু জেং: 'ছু সুই লিয়ান' ইত্যাদি
  2018-10-19 15:42:31  cri


সুপ্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'সুরের ধারায়' আসর। আজকের এ আসরে আপনাদের চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র কু জেং-এর কথা জানাবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

প্রিয় শ্রোতা, আগে চীনের উত্তর ও দক্ষিণে দু'ভাবে কু জেং বাজানো হতো। এখন বিভিন্ন অঞ্চলের নিজস্ব বাজানোর পদ্ধতি আছে।

আজকের আসরে আপনাদের কু জেং-এর ৫টি সুর শোনাবো। প্রথমটা হল 'ছু সুই লিয়ান'।

'ছু সুই লিয়ান' সুরটি কুয়াং তুং অঞ্চলের খুব বিখ্যাত একটি কু জেং সুর। এ সুরটি ১৬ তারের কু জেং দিয়ে বাজানো হয়। এ সুরে শাপলার সৌন্দর্যের বর্ণনা আছে। শুনুন সুরটি।

এখন শুনুন কুং জেং সুর 'ছুই মান আই'।

'চাও চিয়ুন ইউয়ান' সুরটিতে প্রাচীন চীনের চারজন সেরা সুন্দরীর মধ্যে একজন ওয়াং চাও চিয়ুন-এর গল্প বলা হয়েছে। চাও চিয়ুন তখনকার হান রাজবংশের রাজার একজন উপপত্নী ছিলেন। তখন হুন উপজাতি হান রাজার বিরুদ্ধে যুদ্ধ করছিল। তো, তাদের সাথে শান্তি স্থাপনের জন্য রাজা তার প্রিয় উপপত্নী ওয়াং চাও চিয়ুনকে হুন জাতি'র সম্রাটের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। অজানা-অচেনা এক জাতি'র সম্রাটের সঙ্গে বিয়ে হওয়ায় চাও চিয়ুন ভীষণ কষ্ট পেয়েছিলেন। তার সেই কষ্ট যেন সুর হয়ে প্রকাশিত হয়েছে। শুনুন সুরটি।

'ছিন সাং ছুই' বিংশ শতাব্দীর সত্তরের দশকে রচিত কু জেং সুর। এতে জন্মস্থান ও পরিবারের জন্য একজন নারীর আকুতি ফুটে উঠেছে। শুনুন এই করুণ সুরটি।

'হান ইয়া শি সুই' হল চীনের ছাও চৌ অঞ্চলের ১০টি বিখ্যাত সুরের অন্যতম। হাঁস পানিতে খেলার সময় যে আনন্দ পায়, সে-আনন্দ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই সুরে। আসুন, সুরটি শুনি।

সুপ্রিয় শ্রোতা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্ত। আশা করি সুরগুলো আপনাদের ভাল লেগেছে। ভাল থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040