ভবিষ্যতে চীনের ব্যক্তি-মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর সরকারি সমর্থন দরকার
  2018-10-18 18:54:11  cri

অক্টোবর ১৮: গত দু'দিন চীনের চ্যচিয়াং প্রদেশের উয়েনচৌ শহরে 'নতুন যুগ সৃষ্টি: অগ্রণী অঞ্চলের সম্মেলন' এবং 'নতুন যুগবিষয়ক প্রথম চীনের উয়েনচৌ ফোরাম'সহ ধারাবাহিক কার্যক্রম আয়োজন করা হয়। চীনের ব্যক্তি-মালিকানাধীন অর্থনীতির জন্মস্থান থেকে বেসরকারি মালিকানার অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন ও এ সংক্রান্ত অর্থনীতিবিদদের সুষ্ঠু উন্নয়ন বেগবান করার ক্ষেত্রে অগ্রণী অঞ্চলে পরিণত হয়েছে চীনের উয়েনচৌ শহর। এই শহর চীনের সংস্কার ও উন্মুক্তকরণের পথ অনুসন্ধানকারী ও নেতৃত্বদানকারীর ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে বলে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের ভাষ্যকার মনে করেন।

'বেসরকারি মালিকানা অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন ও অর্থনীতিবিদদের সুষ্ঠু উন্নয়ন' উদ্যোগ এক বছর আগে চীনের কমিউনিস্ট পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসে উত্থাপিত হয়। এর লক্ষ্য হলো নতুন রাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা। এ জাতীয় অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন ও অর্থনীতিবিদদের সুষ্ঠু বৃদ্ধির প্রক্রিয়া বেগবান করা। বিগত ৪০ বছরে চীনের ব্যক্তিগত-উদ্যোক্তা শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রায় ৪০ শতাংশ জ্বালানি ব্যবহার করে ৬০ শতাংশ জিডিপি সৃষ্টি করেছে, ৫০ শতাংশেরও বেশি কর প্রদান করেছে, ৭০ শতাংশেরও বেশি প্রযুক্তিগত নব্যতাপ্রবর্তন ও নতুন দ্রব্য উন্নয়ন করেছে এবং ৮০ শতাংশেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। চীনের শিল্পপতিদের সৃজনশীল, আস্থাশীল, দেশপ্রেম ও উত্সর্গীকৃত বৈশিষ্ট্যের চেতনা সৃষ্টি হয়েছে।

বর্তমানে পণ্যের উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠান প্রশাসন, অর্থ সংগ্রহ ও পুঁজি বিনিয়োগ ও ঝুঁকি নিয়ন্ত্রণসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের ব্যক্তিগত মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে হবে। তা ছাড়া, এতে সরকারের সমর্থনও দিতে হবে বলে সিআরআইয়ের ভাষ্যকার মনে করেন।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040