চীন 'মুদ্রা বিনিময় হার' নিয়ন্ত্রণ করে না বলে নিশ্চিত করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়
  2018-10-18 18:51:59  cri
অক্টোবর ১৮: মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) সেমি-বার্ষিক বিনিময় হার সম্পর্কে এক রিপোর্টে বলে, চীন 'মুদ্রা বিনিময় হার' নিয়ন্ত্রণের মাধ্যমে অন্যায্য বাণিজ্যিক সুবিধা অর্জন করে না। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নিযুক্ত হওয়ার পর মন্ত্রণালয় এ-নিয়ে চতুর্থবার এ ধরনের রিপোর্ট করেছে।

এদিন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রধান বাণিজ্যিক অংশীদার দেশ নিয়ে 'আন্তর্জাতিক অর্থনীতি ও মুদ্রা বিনিময় হার প্রতিবেদন' প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সে দেশের প্রধান অংশীদার দেশগুলো মুদ্রা বিনিময়ের হার নিয়ন্ত্রণ করেনি। কিন্তু চীন, জাপান, জার্মান, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও ভারত- এই ছয়টি দেশ 'মুদ্রা বিনিময় নীতি পর্যবেক্ষণের তালিকায়' অন্তর্ভুক্ত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র চীনের প্রতিযোগিতাকে অবমূল্যায়ন না করার প্রতিশ্রুতির ওপর বেশি গুরুত্ব দেয় এবং ঘনিষ্ঠভাবে আরএমবি'র বিনিময় হার পর্যবেক্ষণ করে ও চীনের গণব্যাংকের সঙ্গে যোগাযোগ বজায় রাখে।

এদিকে, চীনের গণব্যাংকের প্রধান ই কাং গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা ও ব্যাংকিং কমিশনে উত্থাপিত লিখিত ঘোষণায় বলেন, আরএমবি'র বিনিময় হার ওঠা-নামার প্রক্রিয়া একটি স্থির অবস্থায় আসার ক্ষেত্রে ভূমিকা পালন করবে চীন। (ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040