'এক অঞ্চল, এক পথ'বিষয়ক জ্বালানিমন্ত্রীদের সম্মেলন ও আন্তর্জাতিক জ্বালানি সংস্কার ফোরামে প্রেসিডেন্ট সি'র শুভেচ্ছা
  2018-10-18 16:15:21  cri
অক্টোবর ১৮: আজ (বৃহস্পতিবার) চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে 'এক অঞ্চল, এক পথ'বিষয়ক জ্বালানিমন্ত্রীদের সম্মেলন এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্কার ফোরাম শুরু হয়েছে। এতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এক শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন।

শুভেচ্ছাবাণীতে প্রেসিডেন্ট সি বলেন, 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ উত্থাপনের পর ৫ বছরে তা আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে এবং উদ্যোগ ফলপ্রসূও হয়েছে। আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে যৌথ আলোচনা, নির্মাণ ও উপভোগের ভিত্তিতে 'এক অঞ্চল, এক পথ' সহযোগিতা গভীরতর করতে এবং বিভিন্ন দেশের জনকল্যাণে আগ্রহী।

জ্বালানি সহযোগিতা ও যৌথভাবে 'এক অঞ্চল, এক পথ' নির্মাণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র বলে আখ্যায়িত করে শুভেচ্ছাবাণীতে প্রেসিডেন্ট সি বলেন, আমরা বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে 'এক অঞ্চল এক পথ' নির্মাণের কাঠামোতে জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে, অভিন্ন উন্নয়নের জন্য সুবিধাজনক শর্ত সৃষ্টি করতে, বৈশ্বিক জ্বালানির টেকসই উন্নয়ন বেগবান করতে এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষা করতে ইচ্ছুক।

সম্মেলন ও ফোরামে অংশগ্রহণকারীরা এক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করবেন এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গড়ে তুলতে অবদান রাখবেন বলে শুভেচ্ছাবাণীতে প্রত্যাশা করেন প্রেসিডেন্ট সি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040