ব্রাসেলসে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক
  2018-10-18 14:46:30  cri

অক্টোবর ১৭: বেলজিয়ামে সফররত চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) স্থানীয় সময় সকালে ব্রাসেলসে সে-দেশের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গে বৈঠক করেন।

বৈঠককালে প্রধানমন্ত্রী লি বলেন, বর্তমানে চীন-বেলজিয়াম সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। দু'পক্ষের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা স্থিতিশীলভাবে সামনে এগুচ্ছে, বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রের আদানপ্রদান বাড়ছে। বেলজিয়ামের সঙ্গে বিভিন্ন পর্যায়ের আদানপ্রদান জোরদার করতে ইচ্ছুক চীন।

লি খ্য ছিয়াং বেলজিয়ামের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, বেলজিয়াম থেকে আরও বেশি প্রয়োজনীয় পণ্যদ্রব্য আমদানি করতে এবং বেলজিয়ামের বিনিয়োগকারীদের জন্য আরও সুযোগ-সুবিধা দিতে চায় চীন। দু'দেশ বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে পারে। আন্তর্জাতিক আইন ও নিয়মকানুনের ভিত্তিতে পরমাণু ক্ষেত্রেও দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানো যায়। তা ছাড়া, 'এক অঞ্চল, এক পথ' প্রকল্পের সুযোগ কাজে লাগিয়ে দু'দেশের মধ্যে অবকাঠামো, ডিজিটাল অর্থনীতি ক্ষেত্রে সহযোগিতাও আরও জোরদার করা যায়।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বের দুটো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সত্ত্বা হিসেবে চীন ও ইউরোপের উচিত বিনিয়োগ-সহযোগিতাসংক্রান্ত আলোচনা ধাপে ধাপে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তা ছাড়া, দু'পক্ষের উচিত অবাধ বাণিজ্য, বিশ্বায়ন ও বহুপক্ষবাদের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করা।

বৈঠকে প্রধানমন্ত্রী চার্লস মিশেল বলেন, বেলজিয়াম ইউরোপের আন্তঃসংযোগ কৌশলের সঙ্গে চীনের 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগকে সংযুক্ত করতে ইচ্ছুক। বেলজিয়ামের বিনিয়োগকারীদের চীনে বিনিয়োগ করতে উত্সাহ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে আর্থ-বাণিজ্য, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, আণবিক শক্তি ও নভোযানসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ। তা ছাড়া, এশিয়া ও আফ্রিকায় দু'দেশের সহযোগিতা আরো জোরদার করতে ইচ্ছুক বেলজিয়াম। বেলজিয়াম কার্যকর বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যকে সমর্থন করে এবং জাতিসংঘসহ বিভিন্ন বহুপক্ষীয় সংস্থায় চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040