রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সাক্ষাত্
  2018-10-17 19:32:38  cri
অক্টোবর ১৭ : আজ (বুধবার) বেইজিংয়ের গণ-মহাভবন সফররত রুশ প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক আন্তন ভাইনো চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাতে প্রেসিডেন্ট সি বলেন, চলমান বিশ্ব পরিস্থিতিতে চীন ও রাশিয়ার উচিত্ দ্বিপক্ষীয় সুষ্ঠু ও ঘনিষ্ঠ অংশীদারি সম্পর্ক মূল্যায়ন করে দৃঢ়ভাবে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করা।

সাক্ষাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সি বলেন, ইস্ট অর্থনৈতিক ফোরাম চলাকালে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ককে সবচেয়ে মধুর উল্লেখ করে সি বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে জ্বালানি সম্পদ, নব্যতাপ্রবর্তনসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ ও ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়নের সংযোগ দ্রুত করা হবে বলে আশা করেন সি।

সি আরো বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কার্যালয় ও রুশ প্রেসিডেন্টের কার্যালয়ের সহযোগিতামূলক ব্যবস্থা দ্বিপাক্ষিক বিনিময়ের উদাহরণ। দুই কার্যালয় যৌথভাবে দু'দেশের নেতাদের মতৈক্যে বাস্তবায়ন করবে, যাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়।

ভাইনো বলেন, চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা রুশ বৈদেশিক সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চীনের সঙ্গে সহযোগিতা করে দুই নেতার মতৈক্য বাস্তবায়নের প্রচেষ্টা চালাবে মোস্কো; যাতে দ্বিপক্ষীয় সার্বিক কৌশলগত সহযোগী অংশীদারি সম্পর্ক উন্নত হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040