ইরানের বিপ্লবী গার্ডের নেতৃত্বাধীন সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র
  2018-10-17 16:54:39  cri
অক্টোবর ১৭: গতকাল (মঙ্গলবার) ইরানের বিপ্লবী গার্ডের নেতৃত্বাধীন এক সামরিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রে সংস্থাটির সম্পত্তি ফ্রিজ করা হয়েছে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে।

এদিন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এ সংস্থা ইরানের বিপ্লবী গার্ডের জন্য শিশু সেনাদের প্রশিক্ষণ দেয় এবং একটি তহবিল থেকে তাদের অর্থায়ন করা হয়। এ তহবিলটি অন্তত ২০টি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে গঠিত; এর সদরদপ্তর ইরানে; এদের ব্যবসার পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, গত মে মাসে ইরানের পরমাণু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অগাস্ট মাস থেকে ইরানের আর্থ, ধাতু, খনিজ সম্পদ ও গাড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওয়াশিংটনের এসব পদক্ষেপের তীব্র নিন্দা জানায় তেহরান।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040