অগাস্ট মাসে চীনের কাছে যুক্তরাষ্ট্রের ৫৯০ কোটি মার্কিন ডলার জাতীয় ঋণ কমেছে
  2018-10-17 16:52:51  cri
অক্টোবর ১৭: গতকাল (মঙ্গলবার) মার্কিন অর্থ মন্ত্রণালয় প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, অগাস্ট মাসে চীনের কাছে যুক্তরাষ্ট্রের ৫৯০ কোটি মার্কিন ডলার জাতীয় ঋণ কমেছে।

পরিসংখ্যান থেকে দেখা যায়, অগাস্ট মাস পর্যন্ত মার্কিন জাতীয় ঋণের পরিমাণ ১ লাখ ১৬ হাজার ৫১০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে; যা ২০১৭ সালের জুলাই মাসের পর সবচেয়ে কম এবং দ্বিতীয় বড় জাতীয় ঋণদাতা দেশ জাপানের ঋণও ৫৬০ কোটি মার্কিন ডলার হ্রাস পেয়েছে।

অগাস্ট মাসের শেষ নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণের পরিমাণ প্রায় ৬ লাখ ২৮ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারে দাঁড়ায়; যা জুলাই মাসের চেয়ে কিছুটা বেশি। এর মধ্যে চীন ও জাপানের ঋণের পরিমাণ মোট ঋণের তিন ভাগের এক ভাগ।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040