দারিদ্র্যবিমোচন সম্পর্কে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ নির্দেশনা
  2018-10-17 16:16:00  cri
অক্টোবর ১৭: পঞ্চম জাতীয় দারিদ্র্যবিমোচন দিবসের আগমন উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং দারিদ্র্যমুক্তির কাজ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের ৪০ বছর হলো চীনের ক্রমাগত দারিদ্র্যবিমোচনের ৪০ বছর। ৪০ বছর অব্যাহত পরিশ্রমের ফলে ৭০ কোটিরও বেশি লোক দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে; যা মানবজাতির দারিদ্র্যবিমোচনের ইতিহাসে বিস্ময়কর রেকর্ড। বর্তমান চীনা জাতির হাজার হাজার বছরের চরম দারিদ্র্য শিগগিরি দূর হবে। দারিদ্র্যবিমোচন এবং এর সুসংহত ফলাফল সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে বলে নির্দেশনায় জোর দিয়ে বলেন প্রেসিডেন্ট সি।

উল্লেখ্য, চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন অঞ্চলের বিভাগগুলোর উচিত্, প্রেসিডেন্ট সি'র নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারার নেতৃত্বে দারিদ্র্যবিমোচন কাজের মাত্রা বাড়ানো। যাতে এ বছরের মধ্যে আরো এক কোটি মানুষকে দরিদ্রতা থেকে মুক্তির লক্ষ্য বাস্তবায়ন করা যায়।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040