'লিলিয়ান'
  2018-10-17 15:37:57  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন, বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়' আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

প্রতি সপ্তাহের এই সময় আমার কাছে খুব আনন্দের এবং সৌভাগ্যের। কারণ, এই সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। যদিও বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি, তবে সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে অনুভব করি যেন আমি আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত!

আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের পৃথিবীতে।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আপনাদের শোনাবো খুব সুন্দর একটি গান। গানের নাম 'সময় পার হয়ে যাচ্ছে'। গানের কণ্ঠশিল্পী ইয়ু তুং। (১)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'নিষ্ঠার সঙ্গে বৃদ্ধ হওয়া'। গানের কণ্ঠশিল্পী ছাও ফাং। বন্ধুরা, মানুষের বয়স্ক হওয়ার পদক্ষেপ কখনওই থেমে যায় না। তাহলে এই পথে আপনি কি কি করতে চান? (২)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'ঘুমিয়ে যাবো' নামের একটি গান। গানের কণ্ঠশিল্পী ছেন ওয়ান ছিং। বন্ধুরা, মন খারাপ লাগলে আপনি কি করবেন? আমার কাছে ভালো ঘুম যেন ওষুধের মত সব দুঃখ দূর করে দেয়। তাহলে আপনার দুঃখমুক্ত হওয়ার উপায় কি?(৩)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম 'আতশবাজি'। গানের কণ্ঠশিল্পী কুয়াং লিয়াং। বন্ধুরা, আতশবাজি দেখা খুব রোম্যান্টিক ব্যাপার। বিশেষ করে প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে দেখা তো দারুণ কাজ। এই গানে ঠিক এমন অনুভূতি তুলে ধরা হয়েছে। আচ্ছা, আমরা একসাথে শুনবো এই মিষ্টি প্রেমের গান। (৪)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন 'পুরোনো রাস্তা' নামের একটি গান। বন্ধুরা, চীন প্রাচীন একটি দেশ। আর চীনের বিভিন্ন শহরে এমন অনেক পুরোনো রাস্তা আছে। সেখানে প্রাচীনকালের বিভিন্ন জিনিস রয়েছে। এমন রাস্তায় হাঁটাহাঁটি করলে সেই সময়ের অনুভূতি পাওয়া যায়। আচ্ছা, এখন শুনুন 'পুরোনো রাস্তা' নামে একটি গান। (৫)

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন খুব মধুর একটি প্রেমের গান, গানের নাম 'সঙ্গে থাকা'। গানের কণ্ঠশিল্পী লি সিয়ান তা। বন্ধুরা, সঙ্গে থাকা, কথায় খুব সহজ। কিন্তু তা বাস্তবায়ন সত্যিই অনেক কঠিন। সঙ্গে থাকা মানে প্রতিশ্রুতি, মানে দৃঢ়তা! আপনার কি মনে হয়? (৬)

প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম 'লিলিয়ান'। গানের কণ্ঠশিল্পী সুং তুং ইয়ে। বন্ধুরা, সুং তুং ইয়ে চীনের বিখ্যাত একজন লোকসংগীত গীতিকার ও গায়ক। তার রচিত গানের মাধ্যমে লোকসংগীত চীনে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমরা একসাথে তা উপভোগ করবো তার গান 'লিলিয়ান'। (৭)

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম 'রাতের বাতাস'। গানের কণ্ঠশিল্পী তাইওয়ানের 'উ পাই'। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে। (৮)

(শুয়েই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040