হাইনান অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক এলাকায় উন্নত ব্যবসার পরিবেশ রয়েছে
  2018-10-17 15:21:21  cri
অক্টোবর ১৭: গতকাল (মঙ্গলবার) চীনের হাইনান অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক এলাকার পরিকল্পনা প্রকাশিত হয়েছে। এ সম্পর্কে হাইনান প্রদেশের উপ-প্রধান শেন তান ইয়াং সংবাদদাতাদের এক সাক্ষাত্কার দিয়েছেন। তিনি বলেছেন, হাইনানে আন্তর্জাতিক উন্নত মানের ব্যবসার পরিবেশ গড়ে তোলার পাশাপাশি আইন প্রশাসন, আন্তর্জাতিক ও সুবিধাজনক ব্যবসার পরিবেশ এবং সমান, উন্মুক্ত ও কার্যকর বাজার পরিবেশের সৃষ্টি করা অনেক গুরুত্বপূর্ণ।

বর্তমানে চীনে মোট ১১টি অবাধ বাণিজ্যের পরীক্ষামূলক এলাকা রয়েছে, হাইনানের সঙ্গে এর পার্থক্যের কথা উল্লেখ করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াং শৌ ওয়েন বলেন, ১১টি এলাকার আয়তন ১২ লাখ বর্গকিলোমিটার। তবে, হাইনানের পুরনো দ্বীপের ৩৫ হাজার ৪০০ বর্গকিলোমিটার অঞ্চল অবাধ বাণিজ্য এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, সামুদ্রিক অর্থনীতি এবং সেনাবাহিনী ও নাগরিকদের সহযোগিতায় অবাধ বাণিজ্য এলাকা চালু হয়েছে।

হাইনান প্রদেশের উপ-প্রধান শেন আরো বলেন, হাইনানের অর্থনীতির পরিমাণ তুলনামূলকভাবে ছোট এবং অবকাঠামো নির্মাণে কিছু দুর্বলতা রয়েছে। আধুনিক বাজার ব্যবস্থার চাহিদা পূরণে আরো প্রচেষ্টা দরকার। সংশ্লিষ্ট সমস্যা সমাধানে বিস্তারিত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি; যাতে ২০২০ সালে এ পরীক্ষামূলক এলাকা গঠন সম্পূর্ণ হয়।

(সুবর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040