বিভিন্ন দেশের ছুটি নিয়ম
  2018-10-17 15:19:45  cri

আপনারা কি জানেন সবেতনে ছুটির নিয়ম চালু করে প্রথম কোন দেশ? শ্রোতা, উত্তরটি হচ্ছে-ফ্রান্স। ১৯৩৬ সালে ফ্রান্স সরকার নিয়ম করেছে যে, সব ফরাসিদের প্রতি বছর সবেতন ছুটির সুযোগ দেয়া হবে। বর্তমানে ফ্রান্সের সবেতন ছূটির সময় প্রতি বছর ৫ সপ্তাহ অর্থাত্ এক মাসেরও বেশি। কি মনে হয় এটি আনন্দের খবর না? কিন্তু শ্রোতা, ফরাসিরা মনে করে মাত্র ৫ সপ্তাহ ছুটি, এটা ছুটি উপভোগের জন্য মোটেও পর্যাপ্ত নয়। আর তাই ফ্রান্স সরকার আরো নিয়ম নির্ধারণ করে যে প্রতি সপ্তাহের কর্ম সময় মোটেও ৪০ ঘন্টার বেশি হবে না। ফরাসিরা যে সবসময় ছুটি পাওয়াকে তাদের একটি বিশেষ অধিকার হিসেবে দেখে থাকেন সেটা হরতাল সম্পর্কে তাদের অনুরাগ থেকেই বুঝতে পারবেন। কেননা হরতাল যতটা রাজনৈতিক তারচেয়ে বেশি ছুটি নিশ্চিত করা।

আসলে ই-ইউর সদস্য দেশের ছুটি নিয়মও খুব আনন্দের। ইইউ তার সব সদস্য দেশকে প্রতি বছর অন্তত ৪ সপ্তাহ মানে একমাস সবেতনে ছুটি দেয়ার নির্দেশ দিয়েছে। লক্ষ্য করেন, স্থায়ী কর্মী অথবা অ-স্থায়ী কর্মী সবাই এর আওতাভূক্ত হবে। এভাবেই ইউরোপে সবার ছুটির অধিকার নিশ্চিত করা হয়েছে। তাই না? আপনি হয়তো মনে করছেন ই-ইউর সদস্য দেশের ছুটি ব্যবস্থাটাই সবচেয় ভালো এবং তা সত্যিই কর্মীদের ছুটির চাহিদা বিবেচনাই নিয়ে করা হয়েছে। আসলে আরো ভালো কিছু বিষয় এখনো জানার বাকি আছে। ই-ইউ আরো নিয়ম করেছে যে, প্রত্যেকে কর্মের প্রথম বছর থেকেই সবেতন ছুটির অধিকার পাবে। তবে সামান্য একটি পূর্ব শর্ত হল কর্মের মাত্র ৩ মাসের পর থেকেই এমন অধিকার ভোগ করতে পারবে। যেমন, কাজের সময়কাল ৩ মাস হলে এক সপ্তাহ ছুটি পাবে, ৬ মাস হলে ২ সপ্তাহের ছুটি পাবে। খুব আনন্দের তাই না? এ সব নিয়মের কারনে ইউরোপের বিভিন্ন দেশের সরকার জনগণের ছুটি অধিকার পূরণে নিজেদেরকে তুলনামূলক ভাবে অনেক বেশি কার্যকর এবং উচ্চু স্থানে রয়েছে বলে মনে করে। এবং আরো আরো ভালোভাবে জনগণের ছুটি-অধিকার নিশ্চিত করার চেষ্টা করে থাকে। অন্যন্য অধিকারের কথা বলবো না, কিন্তু এই ক্ষেত্রে তারা সত্যি খুব ভালো কাজ করেছে। তাই না? ই-ইউ যদিও ৪ সপ্তাহ ছুটির ব্যবস্থা করেছে, কিন্তু আদতে ই-ইউ'র অধিকাংশ সদস্য দেশ তাদের নিজেদের দেশের নিয়মানুযায়ী ৪ সপ্তাহেরও বেশি সময়ের ছুটি দিয়ে থাকে।

এ বিষয়ে আরো অনেক দেশ আছে তারাও খুব ভালো করেছে। এক্ষেত্রে আমরা কানাডার দিকে একটু দৃষ্টি ফেরাবো। বলা যায়, ছুটি কাটানো হল কাডানা জনগণের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি যদি কানাডার যেকোনো একটি সাধারণ পরিবারের গারেজে ঢোকেন, আপনি অবশ্যই সেখানে ছুটি উপভোগ করার জন্য প্রয়োজনীয় নানান সামগ্রী দেখতে পাবেন। তাদের জীবনে ছুটি উপভোগ করা খাওয়া, ঘুমানো, গাড়ি কেনা, বাড়িঘর কেনা আর কাজ করার মতই একটি অবিচ্ছেদ্য অংশ। কানাডার কর্মীদের জন্য সাপ্তাহিক ছুটি ছাড়াও কর্মদিবসে আরো ১০ থেকে ১২টি সরকারি ছুটি যা সোমবারে বা শুক্রবারে নির্ধারণ করা আছে। অর্থাত্ আপনি চাইলে সপ্তাহের দুইদিন ছুটির সাথে একত্রে যুক্ত করে একটি লম্বা ছুটি উপভোগ করতে পারেন। সপ্তাহের দুই দিনের ছুটিতে পরিবারের সবাই গাড়ি চালিয়ে কোনো মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের এলাকা বা প্রাকৃতিক পার্কে ভ্রমনে যেতে পারেন, অথবা আপনার জন্য বরাদ্দ সব ছুটি একসাথে নিয়ে একটি লম্বা ছুটি যা প্রায় ২০ দিনের মত হবে, এই ছুটি নিয়ে বিশ্বের যে কোনো দেশের সুন্দর জায়গায় ভ্রমনে যেতে পারেন।

(শুয়েই/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040