অর্থনীতির বলিষ্ঠতা ও বিশাল বাজার বাণিজ্যযুদ্ধে চীনকে হারতে দেবে না: বিশ্লেষকদের অভিমত
  2018-10-17 10:44:39  cri
অক্টোবর ১৭: নিজস্ব অর্থনীতির বলিষ্ঠতা ও বিশাল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে চীনকে হারতে দেবে না। সম্প্রতি এমন মন্তব্য করেছেন চীন আন্তর্জাতিক বেতারের সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস'র '৬০ মিনিট' অনুষ্ঠানে এক একান্ত সাক্ষাত্কারে বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধে টিকে থাকতে চীনের হাতে পর্যাপ্ত 'হাতিয়ার' নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যযুদ্ধ নয়, বরং ছোটখাট সংঘর্ষ ঘটেছে। অনুষ্ঠানের উপস্থাপক তাকে স্মরণ করিয়ে দেন যে, ঠিক আগের দিনই তিনি একে 'যুদ্ধ' বলে আখ্যায়িত করেছিলেন। তবে, ট্রাম্প এ-কথা অস্বীকার করেন এবং 'ছোটখাট সংঘর্ষের উত্তেজনাও' কমিয়ে আনার কথা বিবেচনা করছেন বলে জানান।

বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যযুদ্ধ কোনো 'সংখ্যার খেলা' নয়। এর সঙ্গে হাজার হাজার শিল্পপ্রতিষ্ঠান এবং ভোক্তাদের স্বার্থ জড়িত। যুক্তরাষ্ট্র দেশি-বিদেশি বিরোধিতাকে উপেক্ষা করে 'সবার আগে আমেরিকা' শ্লোগান দিয়ে বাণিজ্যযুদ্ধ শুরু করে। কিন্তু চীন সরকার যুক্তরাষ্ট্রের চাপিয়ে-দেওয়া বাণিজ্য-যুদ্ধে অযৌক্তিক কোনো 'হাতিয়ার' ব্যবহার করতে চায় না। চীন দেশটির জনগণের স্বার্থ ও শিল্পপ্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করে, সংযমের পরিচয় দিচ্ছে ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

চীনের এই সংযমের অর্থ এই নয় যে, বাণিজ্যযুদ্ধে লড়াই করার মতো পর্যাপ্ত 'হাতিয়ার' দেশটির হাতে নেই। চীনের অর্থনীতি বলিষ্ঠ এবং এর বাজার বিশাল। বাণিজ্যযুদ্ধে টিকে থাকার জন্য এই দুই 'হাতিয়ার'ই যথেষ্ট।

বিশ্লেষকরা আরও বলছেন, চীনের অর্থনীতির প্রবৃদ্ধি টানা ১২ প্রান্তিক ধরে ৬.৭ থেকে ৬.৯ শতাংশের মধ্যে বজায় রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি রফতানি ও বিনিয়োগের চাইতে কেনাকাটা ও পরিষেবার ওপর বেশি নির্ভর করে। এ ছাড়া, চীনের আছে নিজস্ব শিল্প-ব্যবস্থা, শিল্প-চেইন, বিশ্বের বৃহত্তম মধ্যবিত্তশ্রেণি, বিশ্বের বৃহত্তম ভোগ্যবাজার। সবমিলিয়ে চাপিয়ে দেওয়া বানিজ্যযুদ্ধে টিকে থাকার 'হাতিয়ারের' অভাব নেই চীনের। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040