চীন-নেদারল্যান্ডস অর্থ-বাণিজ্য ফোরামে লি খ্য ছিয়াং ও মার্ক রুটে
  2018-10-17 10:41:48  cri

অক্টোবর ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং হেগ শহরের জাদুঘরে গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত চীন-নেদারল্যান্ডস অর্থ-বাণিজ্য ফোরামে অংশগ্রহণ করেন। ফোরামে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটেও উপস্থিত ছিলেন।

ফোরামে দেওয়া ভাষণে লি খ্য ছিয়াং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-নেদারল্যান্ডস সম্পর্ক, বিশেষ করে পারস্পরিক বাস্তব সহযোগিতা উন্নত হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেক্সান্দার পরস্পরের দেশ সফর করেছেন। এই সফর-বিনিময় দু'দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীন নেদারল্যান্ডসের সঙ্গে দু'দেশের সহযোগিতার বিষয় সম্প্রসারণ, আওতা বৃদ্ধি, ও পর্যায় উন্নীত করতে ইচ্ছুক।

লি খ্য ছিয়াং বলেন, প্রধানমন্ত্রী মার্ক রুটেকে সঙ্গে নিয়ে তিনি দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে হাজার কোটি মার্কিন ডলার মূল্যের সহযোগিতাচুক্তি স্বাক্ষর প্রত্যক্ষ করেছেন। উভয় সরকার শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য আরও উন্মুক্ত ও স্বচ্ছ ব্যবসা-পরিবেশ সৃষ্টি করতে চায়।

লি খ্য ছিয়াং আরও বলেন, বর্তমান বিশ্বের পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে; সংরক্ষণবাদ ও একতরফাবাদ মাথা তুলে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে চীন নেদ্যারল্যান্ডসের সঙ্গে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষায় যৌথ প্রচেষ্টা চালাতে চায়।

এসময় প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেন, ডাচ ও চীনা শিল্পপতিরা মত বিনিময় করেছেন, যা দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে। নেদারল্যান্ডস ও চীন সম্পর্কের দৃঢ় উন্নয়ন, ঊধ্বর্তন কর্মকর্তাদের ঘনিষ্ঠ যোগাযোগ, এবং বাণিজ্য ও বিনিয়োগসহ নানা ক্ষেত্রে বাস্তব সহযোগিতা অব্যাহতভাবে বৃদ্ধি করে যাবে। নেদারল্যান্ডস চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ব্যাপক সফলতার প্রশংসা করে এবং চীনের সঙ্গে নীতির ভিত্তিতে বহুপক্ষবাদ ও সমতাসম্পন্ন অবাধ বাণিজ্যকে সমর্থন করে যাবে। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040