বেলজিয়াম পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং
  2018-10-17 10:00:34  cri
অক্টোবর ১৭: স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছান চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সরকারি মন্ত্রিসভার সদস্যরা। ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট দোনালত্‌ তুস্ক ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের আমন্ত্রণে লি খ্য ছিয়াং এ সফরে গেলেন। সফরে তিনি দ্বাদশ এশিয়া-ইউরোপ সম্মেলনে অংশ নেবেন।

বেলজিয়াম পৌঁছে প্রধানমন্ত্রী লি বলেন, বর্তমান বিশ্ব জটিল পরিবর্তন ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বের দুটি প্রধান অর্থনৈতিক শক্তি হিসেবে এশিয়া ও ইউরোপের উচিত সংলাপ ও সহযোগিতা জোরদার করে বিশ্বশান্তি রক্ষা করা।

প্রধানমন্ত্রী লি আরও বলেন, বেলজিয়াম ইউরোপিয়ান ইন্টিগ্রেশনের স্থির সমর্থক ও অন্যতম অংশগ্রহণকারী। তাঁর এ সফর চীন-বেলজিয়াম ও চীন-ইউরোপ সম্পর্ক আরও জোরদার করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সফরকালে প্রধানমন্ত্রী লি এশিয়া-ইউরোপ সম্মেলন চলাকালে অংশগ্রহণকারী দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বহুপক্ষবাদ রক্ষা ও উন্মুক্ত বৈশ্বিক অর্থনীতি প্রতিষ্ঠাসহ বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করবেন। তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মিশেলের সঙ্গেও বৈঠক করবেন এবং দ্বিপক্ষীয় সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করবেন। (জিনিয়া/আলিম/রুপি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040