হেগে হাই-টেক প্রদর্শনীতে চীন ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীদ্বয়
  2018-10-17 10:20:46  cri

অক্টোবর ১৭: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং সম্প্রতি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটেকে সঙ্গে নিয়ে, হেগ শহরের জাদুঘরে হাই-টেক প্রদর্শনী ঘুরে দেখেন। এসময় সংশ্লিষ্ট শিল্পপতিদের সঙ্গে তাঁরা এক মতবিনিময়সভায়ও মিলিত হন।

প্রদর্শনী পরিদর্শনকালে চীনের প্রধানমন্ত্রী চিকিত্সাপ্রযুক্তি প্যাভিলিয়নে ক্যান্সারের চিকিত্সা সম্পর্কে খোঁজখবর নেন এবং চীনের বাজারে সংশ্লিষ্ট প্রযুক্তিকে স্বাগত জানান। এ ছাড়া, তিনি কৃষি ও জৈবপ্রযুক্তি প্যাভিলিয়নও ঘুরে দেখেন।

এরপর চীনের প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের শিল্পপতিদের সঙ্গে আলোচনায় বসেন। সভায় শিল্পপতিরা বলেন, গত ৪০ বছরে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ প্রক্রিয়ায় লক্ষ্যণীয় অগ্রগতি অর্জিত হয়েছে। চীনের এ নীতির কারণে দেশটিতে নেদারল্যান্ডসের বিনিয়োগ সহজতর হয়েছে।

তাঁরা আরও বলেন, চীন বিশ্বের গুরুত্বপূর্ণ বাজার। চীন সরকার দেশটিতে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সমর্থন করে যাবে বলে তারা আশা করেন।

এ সময় লি খ্য ছিয়াং বলেন, বিদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য চীনের বাজারে প্রবেশের নীতিকানুন ক্রমাগত আরও শিখিল করা হবে। ( রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040