বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি'র সঙ্গে সাক্ষাত্ করেছেন নরওয়ের রাজা হ্যারাল্ড
  2018-10-16 20:05:37  cri
অক্টোবর ১৬: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন নরওয়ে রাজা হ্যারাল্ড পঞ্চম।

সাক্ষাতে চীন-নরওয়ে সম্পর্ক এগিয়ে নিতে এবং নতুন অধ্যায় শুরু করতে একমত হয়েছেন তাঁরা। সাক্ষাতে প্রেসিডেন্ট সি প্রথমে নরওয়ে রাজাকে স্বাগত জানান। নরওয়েজিয়ান সরকার এবং রাজ-পরিবার দু'দেশের সম্পর্ক উন্নয়নের অবদান রাখায় ধন্যবাদ জানান প্রেসিডেন্ট সি।

সি বলেন, ২০১৬ সাল থেকে চীন-নরওয়ে সম্পর্ক স্বাভাবিক হয় ও এখন পর্যন্ত দু'দেশের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। এ সম্পর্ক দু'দেশের জনগণের জন্য কল্যাণকর। আগামী বছর দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী। দু'দেশের উচিত পারস্পরিক রাজনৈতিক আস্থা উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সহযোগিতা গভীর করা। তা ছাড়া 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় দু'দেশের সহযোগিতা আরো ঘনিষ্ঠ হবে বলে উল্লেখ করেন তিনি। নরওয়ের সঙ্গে জাতিসংঘ এবং আর্কটিক কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাঠামোতে বিনিময় জোরদার করা, বহুপক্ষবাদ রক্ষা করা এবং টেকসই উন্নয়ন এগিয়ে নেবে বলে জানান তিনি।

রাজা হ্যারাল্ড বলেন, চীন সফর করে তিনি খুব খুশী। চীনের বিশাল পরিবর্তনের একজন সাক্ষী তিনি। তাঁর এবারের চীন সফর দু'দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করবে। দু'দেশের সহযোগিতার মহান সম্ভাবনা আছে। চীনের উদ্যোগে ২০২২ শীতকালীন অলিম্পিকে তাঁর দেশের ইতিবাচক সমর্থন রয়েছে বলে জানান তিনি।

সাক্ষাতের পর দু'দেশের কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040