চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেছেন ব্রিটেনের '৪৮ গ্রুপ ক্লাব'-এর চেয়ারম্যান
  2018-10-16 19:57:28  cri
অক্টোবর ১৬: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেছেন ব্রিটেনের '৪৮ গ্রুপ ক্লাব'-এর চেয়ারম্যান জ্যাক পেরি।

সাক্ষাতে প্রেসিডেন্ট সি বলেন, গত শতাব্দীর ৫০ দশকে পশ্চিমা দেশগুলো চীনের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ চালায়। সে সময় ব্রিটেনের '৪৮ গ্রুপ ক্লাব'-এর চেয়ারম্যান, জ্যাক পেরির বাবার নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করে ও চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চালায়। একে 'বরফ ভাঙার পদক্ষেপ' বলা হয়। এ ঘটনা চীন-ব্রিটেন সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন সি।

বর্তমানে চীন-ব্রিটেন 'সুবর্ণ যুগ' সৃষ্টি করা হলো ব্রিটেন ও চীনের সিদ্ধান্ত। '৪৮ গ্রুপ ক্লাব'-এর নতুন প্রজন্মের প্রতিনিধিদের চেষ্টার মাধ্যমে দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত হবে বলে আশা করেন সি।

সংস্কার ও উন্মুক্তকরণের বিগত ৪০ বছরে চীন বড় সাফল্য লাভ করেছে। চীন বরাবরই অবাধ বাণিজ্য, আর্থিক বিশ্বায়ন ও বিশ্বশান্তি রক্ষা করে আসছে।

পেরি চীনের 'এক অঞ্চল, এক পথ' ও 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা'র উদ্যোগের উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেন। এতে ইতিবাচকভাবে অংশ নেওয়ার আগ্রহ জানায় তাঁর ক্লাব। চীন-ব্রিটেন 'সুবর্ণ যুগে'র জন্য অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040