চীন ও নেদারল্যান্ডস পারস্পরিক উন্মুক্তকরণ ও উন্নয়ন বজায় রাখবে: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  2018-10-16 19:46:24  cri

অক্টোবর ১৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন ও নেদারল্যান্ডস উন্মুক্ত, কার্যকর ও সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্কের দীর্ঘস্থায়ী স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়ন বজায় রাখতে চায়।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নেদারল্যান্ডস সফর করছেন এবং দু'পক্ষের মধ্যে বিভিন্ন সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নেদারল্যান্ডস জানিয়েছে, দেশটি বর্তমান পরিস্থিতিতে চীনের সঙ্গে বহুপাক্ষিক বাণিজ্যিক ব্যবস্থা উন্নত ও জোরদার করতে আগ্রহী। মুক্ত ও ন্যায্য বাণিজ্যিক উন্নয়ন এগিয়ে নিতে চায় নেদারল্যান্ডস।

লু খাং আরো বলেন, প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের নেদারল্যান্ডস সফরে দু'দেশের পারস্পরিক উন্মুক্তকরণের তথ্য বিনিময় হয়েছে। কৃষি, জ্বালানি সম্পদসহ বিভিন্ন ঐতিহ্যগত শিল্প এবং উচ্চ পর্যায়ের উত্পাদন শিল্প ও সেবা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতা এগিয়ে নিতে একমত হয়েছে দুই পক্ষ। তা ছাড়া, উন্মুক্ত ও কার্যকর সহযোগিতার মাধ্যমে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষা করবে তারা।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040