নেদারল্যান্ডস সংসদের স্পিকারের সঙ্গে চীনা প্রধানমন্ত্রী সাক্ষাত্
  2018-10-16 19:08:14  cri
অক্টোবর ১৬: নেদারল্যান্ডস সময় মঙ্গলবার সকালে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং দেশটির সংসদ ভবনে স্পিকার অ্যানকি ব্রুকাস-কোনোলসহ কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী লি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও নেদারল্যান্ডস সম্পর্কের উচ্চ পর্যায়ে উন্নয়ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তা ফলপ্রসূ হয়েছে। নেদারল্যান্ডসের সঙ্গে আন্তর্জাতিক বিষয়ে যোগাযোগ ও সমন্বয় জোরদার করে যৌথভাবে বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষায় চীন আগ্রহী বলে জানান প্রধানমন্ত্রী লি। দু'দেশের আইন প্রণয়ন সংস্থার বিনিময়কে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ বলে জোর দেন প্রধানমন্ত্রী।

নেদারল্যান্ডসের সংসদ চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং চীনের আইন প্রণয়ন সংস্থার সঙ্গে বিনিময় জোরদার করতে ও দু'দেশের সম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক বলে জানান নেদারল্যান্ডস সংসদের স্পিকার।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040