১০ বছর আগে মার্কিন লেখকের ভাষ্যটি আবার পড়ুন: সিআরআইয়ের পর্যালোচক
  2018-10-16 18:47:22  cri

অক্টোবর ১৬: সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার এক বক্তৃতায় চীনের দেশি-বিদেশি নীতি সম্পর্কে অন্যায্য অভিযোগ করেছেন। এ অভিযোগ শুনে ১০ বছর আগে নিউইয়র্ক টাইমস পত্রিকায় 'দ্য বিবলিকাল সেভেন ইয়ার্স' শিরোনামে মার্কিন লেখক থমাস ফ্রিডম্যানের প্রকাশিত এক ভাষ্যের কথা মনে পড়ে যায় বলে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআইয়ের পর্যালোচক মন্তব্য করেছেন।

সে সময় ফ্রিডম্যান বেইজিং অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে চীনা শিল্পীদের চমত্কার পরিবেশনা উপভোগ করেন এবং যথেষ্ঠ উদ্দীপনা নিয়ে এই ভাষ্য লিখেন।

তিনি লিখেন, চীন যখন অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছে, তখন আমরা আল-কায়েদা মোকাবিলা করছি। পরবর্তী ৭ বছর যুক্তরাষ্ট্রের উচিত দেশ গঠনে যথাসাথ্য চেষ্টা চালানো।

তবে দুঃখের বিষয় হলো, ১০ বছর পার হয়েছে। চীন সংস্কার ও উন্মুক্তকরণের পতাকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ আলোচনা, নির্মাণ ও উপভোগের মাধ্যমে 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গঠনে'র পথে ছুটে চলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ধ্বংসের পথে চলছে।

সিআরআই পর্যালোচক বলেন, উন্নয়ন হলো সঠিক পথ। তাই যুক্তরাষ্ট্রের উচিত চীনা জনগণের সঙ্গে পরিশ্রম করা।(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040