মার্কিন পত্রিকায় চীনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ! অস্বীকার করেছে দেশটির কোম্পানিগুলো
  2018-10-16 16:43:39  cri
অক্টোবর ১৬: সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্লুমবার্গ বিজনেসউইক পত্রিকায় বলা হয়, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য চীন এক ধরনের মাইক্রোচিপ ৩০টি মার্কিন কোম্পানিতে সংযুক্ত করেছে। এ খবর প্রকাশের পর মার্কিন অ্যাপেল ও আমাজন বিবৃতি দিয়ে এ অভিযোগ অস্বীকার করেছে। তারা খুব স্পষ্টভাবেই স্বীকার করে যে, বাইরের কোনো মাইক্রোচিপ তাদের কোম্পানির পণ্যে নেই। সংশ্লিষ্ট প্রতিবেদনও ভিত্তিহীন বলে তারা মনে করে।

তা ছাড়া, এটি অ্যান্ড টি ইনকর্পোরেট, স্প্রিন্ট কর্পোরেশন এবং ভেরিজোনসহ তিনটি টেলিকম অপারেটর এক বিবৃতিতে, তাদের ব্যবস্থাপনায় কোনো সন্দেহজনক হার্ডওয়ারের উপস্থিতি অস্বীকার করেছে।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040