চীন আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধদমনে সক্রিয় অবদানকারী: চীনা প্রতিনিধি
  2018-10-16 16:32:31  cri
অক্টোবর ১৬: চীন আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধদমনে অবদানকারী দেশ। চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে সহযোগিতা জোরদার করে আইন অনুযায়ী সম্মিলিতভাবে আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধ মোকাবিলা করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের সমাজ গঠনের জন্য চেষ্টা চালাতে ইচ্ছুক।

জাতিসংঘ মিশন ও ভিয়েনায় অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা সেনারা ভিয়েনায় জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত চীনা প্রতিনিধি ওয়াং ছুন গতকাল (সোমবার) 'জাতিসংঘের আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধদমন কনভেনশনের' স্বাক্ষরকারীদের নবম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে এসব কথা বলেছেন।

ভাষণে তিনি আন্তঃদেশীয় সাংগঠনিক অপরাধদমনের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা ও সাফল্য এবং মানবপাচার রোধে চীনের ধারাবাহিক ব্যবস্থা তুলে ধরেন। নিখোঁজ শিশুদের তথ্য প্রকাশ করতে 'থুয়ানইউন' নামে এক প্লাটফর্ম তৈরির পদক্ষেপ বিশেষভাবে ব্যাখ্যা করেন তিনি।

তিনি বলেন, বিভিন্ন দেশকে কনভেনশনের দায়িত্ব পালন করতে এবং একে অপরকে সম্মান করতে হবে। কনভেনশনের মাধ্যমে অপরাধ পরিবর্তনের প্রবণতা বিশেষ করে ইন্টারনেট ও নতুন মিডিয়া প্রযুক্তির বয়ে আনা চ্যালেঞ্জ গবেষণা করার প্রস্তাব উত্থাপন করেন তিনি।

(লিলি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040