নতুন সময়পর্বে চীনকে এগিয়ে নিতে পেশাদারি দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ ভূমিকা প্রসঙ্গ
  2018-10-16 14:36:21  cri

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র অষ্টম জাতীয় গণকংগ্রেসের অধিবেশনের পর, চীনের শিল্পখাতে অর্থনৈতিক কাঠামোর সমন্বয় ও রূপান্তরকাজকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় চীন 'নির্মাণকারী বড় দেশ' থেকে 'নির্মাণকারী শক্তিশালী দেশে' পরিণত হতে চলেছে। এই লক্ষ্য অর্জনের জন্য দক্ষ জনশক্তি ও তাদের পেশাদারি দৃষ্টিভঙ্গি অত্যন্ত জরুরি। এই দৃষ্টিভঙ্গি নির্মাণশিল্পে দক্ষ প্রযুক্তিবিদ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

গতকাল (সোমবার) বিকেলে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ৫ জন শ্রেষ্ঠ কর্মকর্তা সংবাদদাতাদের সামনে পেশাদারি দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাদের অভিমত তুলে ধরেন। তাঁরা জানান, চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতি চালুর পর বিগত ৪০ বছরে আধুনিক শিল্পব্যবস্থা ক্রমশ সুসংহত হওয়ার পাশাপাশি, চীনা নির্মাণশিল্প ব্যাপকভাবে উন্নত হয়েছে। নির্মাণশিল্পে চীনের অবস্থান বিশ্বে ১৯৯০ সালে ছিল নবম। ২০১০ সালে এক্ষেত্রে চীনের অবস্থান দাঁড়ায় প্রথম স্থানে। এর পর থেকে শীর্ষস্থানটি বরাবর চীনের দখলেই আছে।

শিল্পখাতের সমৃদ্ধি চীনকে এক নির্মাণকারী বড় দেশে পরিণত করেছে। এ থেকে 'নির্মাণকারী শক্তিশালী দেশে' পরিণত হওয়ার প্রচেষ্টায় পেশাদারি দৃষ্টিভঙ্গির চাহিদা বেড়েছে। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমাগত বাড়ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যবিরোধ তীব্রতর হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রযুক্তিখাতের বিশেষজ্ঞদের ওপর অধিক গুরুত্ব দিচ্ছে চীন সরকার।

চীনের মহাকাশ বিজ্ঞান গোষ্ঠী লিমিটেড কোম্পানির প্রথম গবেষণালয়ের 'রাজধানী মহাকাশ সরঞ্জাম লিমিটেড কোম্পানির' ওয়েল্ডিং বিভাগের বিশেষ কর্মকর্তা কাও ফেং লিন একজন দক্ষ প্রযুক্তিবিদ হিসেবে পরিচিত। প্রযুক্তি কলেজ থেকে লেখাপড়াশেষে তিনি রকেট ইঞ্জিন ওয়েল্ডিংয়ের কাজে যোগ দেন। বিগত ৩০ বছরে ইঞ্জিন ওয়েল্ডিং খাতে বহুবার কঠিন সমস্যা তাকে মোকাবিলা করতে হয়েছে। তিনি 'পেই তৌ', 'ছাং এ' এবং মহাকাশযানসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পে এবং 'লংমার্চ পাঁচ' পরিবাহক রকেটের গবেষণাকাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি মনে করেন, এই কাজে পেশাদারি দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে তিনি বলেন,

"আমি মনে করি, আধুনিক যন্ত্র, বৈজ্ঞানিক উপায়, ও নবত্যাপ্রবর্তন—সকল ক্ষেত্রেই পেশাদারি দৃষ্টিভঙ্গির পরিচয় দেওয়া দরকার।"

চীনের তেল গোষ্ঠীর পশ্চিমাঞ্চলের অনুসন্ধান প্রকল্প লিমিটেড ট্রেড কোম্পানির কর্মকর্তা থান ওয়েন পো একজন অয়েল টেস্ট ওয়ার্কার। বিগত ২৬ বছরে তিনি একজন সাধারণ কর্মী থেকে উচ্চপর্যায়ের প্রযুক্তিবিদে পরিণত হন। তাঁর সাহায্যে কোম্পানির উত্পাদনখাতের ৩০টিরও বেশি সমস্যার নিষ্পত্তি হয়। সেই সঙ্গে তাঁর গবেষণায় কোম্পানিতে জাতীয় পেটেন্ট ৪টি এবং নতুন আকারের পেটেন্ট ৮টি। পেশাদারি দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন,

"আমি মনে করি, পেশাদারি দৃষ্টিভঙ্গির মূল বিষয় হচ্ছে মানুষের আন্তরিকতা ও দৃঢ়প্রতিজ্ঞা নিয়ে কাজ করে যাওয়া। এ পথে আমাদের যথাসাধ্য ধৈর্যও থাকা চাই। বরাবরের মতো নিরলসভাবে কাজ করে যাওয়ার মানসিকতা থাকাও গুরুত্বপূর্ণ।"

ফান ইয়ু হুয়া আলোচ্য পাঁচ জনের মধ্যে একমাত্র নারী। তিনি চীনের ইলেক্ট্রোনিক বৈজ্ঞানিক গোষ্ঠী লিমিটেড কোম্পানির ২৯তম গবেষণালয়ের একজন উচ্চপর্যায়ের প্রযুক্তিবিদ। ১৯৯৫ সালে তিনি এই কাজে যোগ দেন। তিনি মহাকাশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। পেশাদারি দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন,

"পেশাদারি দৃষ্টিভঙ্গির সঙ্গে মনোযোগ, কর্তব্যকর্মে অবিচল থাকা ও নবত্যাপ্রবর্তন খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি, যে-কোনো কাজের সাফল্য নির্ভর করে পেশাদারি দৃষ্টিভঙ্গির ওপর।"

(ওয়াং হাইমান/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040