ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে সিপিসি'র ঊর্ধ্বতন কর্মকর্তার সাক্ষাৎ
  2018-10-16 14:08:10  cri
অক্টোবর ১৬: গতকাল (সোমবার) ইসলামাবাদে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের প্রধান সুং থাও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে সুং থাও বলেন, চীন ও পাকিস্তান পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু। দু'দেশের মৈত্রীকে যথাযথ মূল্যায়ন করে বেইজিং এবং পাকিস্তানের সাথে 'এক অঞ্চল, এক পথ' কাঠামোতে সিপেকের নির্মাণকাজে গতি আনতে চায়। সিপিসি পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই'র সঙ্গে সহযোগিতা জোরদার করবে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তাঁর দেশের নতুন সরকার চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে যথেষ্ট গুরুত্ব দেয় এবং যৌথভাবে সিপেকের নির্মাণকাজে গতি আনতে ও দুই পার্টির সম্পর্ক উন্নয়নে কাজ করতে ইচ্ছুক। পাশাপাশি, সিপিসি'র দেশ প্রশাসনের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহও প্রকাশ করেন ইমরান খান। (সুবর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040