ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে লি খ্য ছিয়াংয়ের বৈঠক; বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য নিয়ে মতৈক্য
  2018-10-16 13:02:59  cri

অক্টোবর ১৬: চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে গতকাল (সোমবার) হেগে বৈঠক করেন। বৈঠকে দু'নেতা বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্য রক্ষার প্রশ্নে ঐকমত্যে পোঁছান।

বৈঠতে চীনা প্রধানমন্ত্রী চীন-নেদারল্যান্ডস সম্পর্ক ও সহযোগিতার ভূয়সী প্রশংসা করে বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায় তাঁর দেশ। এ সংস্কার হতে হবে উন্নয়নশীল দেশগুলোর অধিকার রক্ষা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে।

প্রধানমন্ত্রী লি বলেন, চীন দৃঢ়ভাবে 'প্যারিস চুক্তি' অনুসরণ এবং নিজের প্রতিশ্রুতি পূরণ করবে। সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত 'সর্বজনীন কিন্তু আলাদা দায়িত্বের' ভিত্তিতে, উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগকে বিবেচনায় নেওয়া। নগরায়ন, প্রবীণদের পরিষেবা এবং দূষণমুক্ত জ্বালানিসম্পদ প্রযুক্তি খাতে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা গ্রহণ করতেও ইচ্ছুক চীন।

চীনা প্রধানমন্ত্রী আরও বলেন, চীনের উন্মুক্তকরণ ও সংস্কার গভীরতর করা হবে। নেদারল্যান্ডসের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে চীনে আরও বিনিয়োগ করতে আহ্বান জানান তিনি।

বৈঠকে ডাচ প্রধানমন্ত্রী বলেন, 'সম্পদ পুনর্ব্যবহারের অর্থনীতি', নগরায়ন, 'কৃত্রিম বুদ্ধির শহর' ইত্যাদি ক্ষেত্রে চীনের সঙ্গে বাস্তব সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক তাঁর দেশ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রবীণদের পরিষেবা, জাতিসংঘের কাঠামোতে বহুপক্ষীয় সহযোগিতা, এবং অবাধ বাণিজ্যের প্রশ্নেও চীনের সঙ্গে বিস্তারিত সহযোগিতা চালাবে নেদারল্যান্ডস। (স্বর্ণা/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040