জনসাধারণের সঙ্গে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগের ওপর চীনা প্রেসিডেন্টের গুরুত্বারোপ
  2018-10-16 09:47:26  cri
অক্টোবর ১৬: দেশের সাধারণ মানুষের সঙ্গে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষার ওপর আবারও গুরুত্বারোপ করেছেন চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সিপিসি'র সামরিক কমিশনের চেয়ারম্যান, ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি গতকাল (সোমবার) সামরিক-বেসামরিক যোগাযোগ উন্নয়ন কমিশনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

অধিবেশনে প্রেসিডেন্ট সি বলেন, বেসামরিক জনতার সঙ্গে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সংশ্লিষ্ট আইনানুগ পদ্ধতি আরও কার্যকর করতে হবে এবং বিজ্ঞান ও প্রযুক্তির নব্যতাপ্রবর্তনের ওপর গুরুত্ব দিতে হবে।

অধিবেশনে জানানো হয়, সামরিক-বেসামরিক যোগাযোগ উন্নয়ন কমিশনের প্রথম অধিবেশনের পর থেকে, বিভিন্ন স্থানের বিভিন্ন বিভাগ সি চিন পিং'র নতুন যুগের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রবিষয়ক চিন্তাধারা ও সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের তত্ত্ব শিখে, সংস্কার ও নব্যতাপ্রবর্তন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বিভিন্ন কার্যক্রমে নতুন অগ্রগতিও অর্জিত হয়েছে।

এ ছাড়া, অধিবেশনে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কার্যক্রম রূপান্তর দ্রুততর করা এবং বিভিন্ন সংস্থা ও লোকদের বৈধ স্বার্থ রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। (রুবি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040