চীনের শিল্পপ্রতিষ্ঠানের মিশ্র মালিকানা সংস্কারে সাফল্য অর্জন
  2018-10-15 19:41:19  cri

অক্টোবর ১৫: চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশনের উপ-মহাসচিব ফেং হুয়া কাং আজ (সোমবার) বেইজিংয়ে জানান, ২০১৮ সাল থেকে 'চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্পোরেট খাত সংস্কারের জন্য কর্ম বাস্তবায়ন পরিকল্পনা'র দাবি অনুসারে, সেন্ট্রাল এন্টারপ্রাইজ গ্রুপের ৬৮টি রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানের পুনর্গঠন সম্পন্ন হয়েছে। ফেং বলেন, চীনের মিশ্র মালিকানা সংস্কার একটি দ্বিমুখী ও উভয় পক্ষের জন্যেই কল্যাণকর সংস্কার। রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ সংস্কারে অংশগ্রহণের জন্য ব্যক্তিগত উদ্যোগকে উৎসাহিত করা হয় এবং বেসরকারি উদ্যোগে রাষ্ট্রীয় মালিকানাধীন পুঁজি বিনিয়োগকে সমর্থন দেওয়া হয়।

ফেং জোর দিয়ে বলেন, চীন 'নিরপেক্ষ মালিকানা' সমর্থন করে এবং এন্টারপ্রাইজ মালিকানা ব্যবস্থায় বিভিন্ন নিয়ম নির্ধারণের বিরোধিতা করে। ৪০ বছরের সংস্কার ও উন্মুক্তকরণের পর চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান সামগ্রিকভাবে বাজার অর্থনীতির সঙ্গে সমন্বিত হয়েছে। চীনের রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংস্কারের ধারণা ও লক্ষ্য হলো স্ব-অর্থায়ন, নিজ ঝুঁকি নিয়ন্ত্রণ, নিজস্ব শৃঙ্খলা ও স্ব-উন্নয়নে সক্ষম স্বাধীন সত্তায় পরিণত হওয়া। সংস্কারের পর রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে অন্যান্য মালিকানাধীন উদ্যোগের মতো একই অবস্থায় পৌঁছাবে।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040